সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ========
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফ প্রাণিসম্পদ দপ্তরের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, দুপুর ১২টার দিকে ইসলামাবাদ থেকে টেকনাফমুখী একটি মোটরসাইকেল চেকপোস্টের সামনে পৌঁছালে সন্দেহ হলে বিজিবি সদস্যরা সেটি থামান। পরে তল্লাশিতে দুইজনের শরীর থেকে ৪ হাজার ইয়াবা এবং মোটরসাইকেলের সিট কভার খুলে আরও ৬ হাজার ইয়াবা পাওয়া যায়।
আটক দুজন হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের হারিয়াখালীর মো. শাহামিয়া (৩০) ও মোহাম্মদ হোসেন (৩২)। বিজিবির দাবি, এই ঘটনায় আরও দুজন জড়িত ছিল, তবে তারা পালিয়ে গেছে।
এ সময় মোটরসাইকেল একটি ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্তে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। সংবাদ প্রকাশঃ ২০-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=