চৌদ্দগ্রামে ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা:সংবাদদাতা জানান ====
কুমিল্লার চৌদ্দগ্রামে শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঐতিহ্যবাহী ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনের সমাবেশে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মামুনুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের সাবেক বিদুৎসায়ী সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্ত, চিওড়া আছগরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ সোলায়মান, মিয়াবাজার তোষন রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নেছার উদ্দিন, কালিকাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জাকির মাহমুদ, বাবুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য মাইন উদ্দিন মজুমদার, বিজয়পুর গ্রামের কৃতি সন্তান নাছির উদ্দিন।

অভিভাবক সমাবেশে আরো বক্তব্য রাখেন,
অভিভাবক মো: শাহাব উদ্দিন, মো: রিপন, মোসা: সপ্না আক্তার, মো: সোহান, ইমামুল মজুমদার, আকলিমা আক্তার, মো: ফারুক, মহসিন শাহিন।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা অপরিসীম। ছাত্রছাত্রীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা একটি বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। বক্তারা আরো বলেন, বর্তমানে মোবাইলে শিক্ষার্থীদের আসক্তি বাড়ছে, যার ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলছে এবং পড়ালেখায় পিছিয়ে পড়ছে। তাই সন্তানদের প্রতি মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষকদের বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে তারা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে। দেশ ও মানব সেবায় আত্মনিয়োগ করতে পারে।

অভিভাবক সমাবেশে আরো উপস্থিত ছিলেন,
চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক খোন্দকার আল-আমিন খোকন, দৌলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন মিলন, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আহম্মেদ মজুমদার, সাধারণ সম্পাদক মুন্না মফিজ, কালিকাপুর ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো: বাহার মিয়া, কালিকাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম, জামমুড়া গ্রামের কৃতি সন্তান অহিদুর রহমান সর্দার, আবুল কালাম মজুমদার, মফিজুর রহমান মজুমদার, ছায়েম আল মাহমুদ, কিং ছুপুয়া গ্রামের কৃতি সন্তান আব্দুল গফুর, সমেষপুর গ্রামের আব্দুর রহমান সর্দার, ধর্মপুর নাজিম আলী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ। সংবাদ প্রকাশঃ ২০-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন