সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিনিধি==============
শারদীয় দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু! মহালয়া পেরিয়ে পূজার আমেজ এখন পুরো কালীগঞ্জজুড়ে। যেন বাজারে ঢুকলেই মনে হয় প্রতিটা দোকানে মন্ডব এ এক রঙিন মেলা। প্রতিমা সাজানোর ব্যস্ততার সঙ্গে তাল মিলিয়ে জমে উঠেছে পোশাক, গয়না ও কসমেটিকসের দোকানগুলো।
ঝিনাইদহ কালীগঞ্জে রহমানিয়া মার্কেট থেকে শুরু করে মনসুর প্লাজা, নেশা শপিং কমপ্লেক্স, কনিকা, জননী গার্মেন্টস—সবখানেই ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিক্রেতারা ব্যস্ত ব্যাগ ভরতে, আর ক্রেতাদের চোখেমুখে পূজার উচ্ছ্বাস।
নারীদের কেনাকাটায় রঙের বাহার জামদানি, কাতান, সিল্ক, জর্জেট, এমব্রয়ডারি শাড়ির পাশাপাশি নতুন ডিজাইনের লেহেঙ্গা ও থ্রি-পিস ক্রেতাদের নজর কাড়ছে। মিলছে মিলিয়ে ব্যাগ, চুড়ি ও কসমেটিকস।
পুরুষ ও শিশুদের পোশাকেও বৈচিত্র্য ধুতি, পাঞ্জাবি, শর্ট শার্ট, টি-শার্ট, ট্রেন্ডি প্যান্ট—সবই পাওয়া যাচ্ছে। শিশুদের জন্য রয়েছে বাহারি ড্রেস, জুতো, টুপি, হেয়ারব্যান্ড পর্যন্ত!
ক্রেতা অর্পনা রানী বিশ্বাস জানালেন,শাড়ি আর গয়না ছাড়া পূজা সম্পূর্ণ হয় না। নিজের জন্য শাড়ি, মেয়ের জন্য থ্রি-পিস আর ছেলের জন্য পাঞ্জাবি কিনেছি। এখন আত্মীয়দের জন্য বাকি কেনাকাটা করতে হবে।”
বিক্রেতাদের মুখেও সন্তুষ্টি
ব্যবসায়ীরা বলছেন, গতবারের তুলনায় এবার বিক্রি ভালো। বিশেষ করে টাঙ্গাইলের তাঁত আর জামদানির কদর বেশি। অনলাইনেও মিলছে নানা অফার।
সন্ধ্যায় বাজারের রঙিন রূপ
রাত নামতেই ঝলমল করে ওঠে মার্কেট। শাড়ির দোকানে আলো ঝলমলে সাজে ঝুলছে কাতান, সিল্ক, সুতির শাড়ি। ক্রেতাদের ভিড়ে বাজার যেন হয়ে উঠেছে ক্ষুদ্র পূজা মণ্ডপ।
২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পূজা
মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলবে পূজার আনুষ্ঠানিকতা। ব্যবসায়ীরা আশা করছেন, মহাষষ্ঠীর আগের দিনগুলোতে ক্রেতাদের ঢল হবে সবচেয়ে বেশি। সংবাদ প্রকাশঃ ২০-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=