কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরাকে উপজেলা ঘোষণার দাবিতে ধনপতিখোলা স্কুল মাঠে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ¦ গোলাম কিবরিয়া সরকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ================
কুমিল্লার মুরাদনগর উপজেলার অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র বাঙ্গরাকে উপজেলা ঘোষণার দাবিতে ব্যাপক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন পরিষদের আয়োজনে ধনপতিখোলা স্কুল মাঠে এই সমাবেশটি হয়, যেখানে উপজেলার ১০ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেয়। বক্তারা দ্রুত এই দাবি বাস্তবায়নের জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে জোর আহ্বান জানিয়েছেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ¦ গোলাম কিবরিয়া সরকার বলেন, "বাঙ্গরা বাজারের ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনসংখ্যা একটি স্বতন্ত্র উপজেলার সব শর্ত পূরণ করে। শুধুমাত্র প্রশাসনিক জটিলতার কারণে এখানকার মানুষ দীর্ঘকাল ধরে বঞ্চিত হচ্ছে। আমরা আশা করি, বর্তমান অন্তবর্তীকালীন সরকার জনগণের এই ন্যায্য দাবির প্রতি সম্মান জানাবে।"
বাঙ্গরা পশ্চিম ইউপি'র সাবেক চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ এম এ জাহের মুন্সী, উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মিনহাজুল হক, বাঙ্গরা বাজার থানা এনসিপির সভাপতি কামরুল হাসান কেনাল, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক এডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী, শ্রীকাইল ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, বাঙ্গরা পশ্চিম ইউপি চেয়ারম্যান বাহার খাঁন, বলীঘর উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাহমিনা আক্তার ও সার্চ কমিটির সদস্য এনামুল আলম।
বক্তারা তাদের বক্তব্যে বাঙ্গরা বাজারকে উপজেলা করার যৌক্তিকতা তুলে ধরেন। তারা উল্লেখ করেন, মুরাদনগর উপজেলাটি ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এর জনসংখ্যা প্রায় সাত লক্ষাধিক। এর মধ্যে বাঙ্গরা বাজার থানাধীন ১০টি ইউনিয়নের জনসংখ্যাই ২ লক্ষ ৪৭ হাজার ১১২ জন (জনশুমারি ২০২২)। এই বিপুল সংখ্যক মানুষের জন্য স্বতন্ত্র প্রশাসনিক ইউনিট অপরিহার্য।২০১৬ সালে প্রশাসনিক কার্যক্রম সহজ করার লক্ষ্যে ১০টি ইউনিয়ন নিয়ে বাঙ্গরা বাজার থানা গঠিত হলেও, এটি এখনো পূর্ণাঙ্গ উপজেলার মর্যাদা পায়নি। এতে প্রশাসনিক সেবা পেতে জনগণকে দীর্ঘপথ পাড়ি দিতে হয়, যা তাদের দুর্ভোগ বাড়াচ্ছে।
বক্তারা বলেন, "আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।"
সমাবেশটি সঞ্চালনা করেন, বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং থানা এনসিপি’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া। সমাবেশে উপস্থিত সর্বস্তরের জনগণ একযোগে তাদের দাবির পক্ষে স্লোগান দেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। সংবাদ প্রকাশঃ ১৯-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com