মনোহরগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২

সিটিভি নিউজ।। ইমরান হোসেন সোহাগ, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ=====কুমিল্লার মনোহরগঞ্জে বাসের ধাক্কায় অটোরিক্সার চালকসহ ২ জন নিহতের খবর পাওয়া গেছে। ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর একটায় কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলাস্থ খিলা দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক বাসটি রেখে চালক পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিক্সাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলাস্থ খিলা দক্ষিণ বাজার এলাকায় একটি মালবাহী ট্রাক ডানদিকে ইউটার্ণ নিচ্ছিল। এ সময় নোয়াখালি থেকে আসা ঢাকাগামী একটি বেপরোয়া গতির যাত্রীবাহী নীলাচল বাস (ঢাকা মেট্রো ব-১৫-৯০৯১) পিছন থেকে ট্রাকটিকে ওভারটেক করার সময় খিলা অভিমুখে যাওয়া একটি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এ সময় বাসের ধাক্কায় চালকসহ অটোরিক্সায় থাকা দুুই যাত্রী ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই শাহআলম (৬৫) নামে এক যাত্রী নিহত হয়। সে খিলা ইউপির উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে। ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় গুরুতর আহত অটোরিক্সা চালক বাদল (১৫) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তার বাড়ি একই ইউপির বান্দুয়াইন গ্রামে। আরেক যাত্রী অটোরিক্সাচালক বাদলের বাবা গুরুতর আহত শফিকুর রহমান (৬২) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাকসাম হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৮-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=