‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করলো প্রতারক চক্র !

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি=========কুমিল্লার বুড়িচং সদরে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে এক নারী গ্রাহকের নাকে-মুখে ‘শয়তানের নিঃশ্বাস’ (স্কোপোলামিন) ছিটিয়ে ১ লাখ ৭৪ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় ভুক্তভোগী নারী বুড়িচং থানায় লিখিত অভিযোগ করেছেন।
ঘটনাটি ঘটেছে ১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টার দিকে বুড়িচং সদরের ইসলাম কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংকের ভেতরে।
ভুক্তভোগী মোসা. সামসুন নাহার (৪৫), পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর গ্রামের জব্বার মাওলভী বাড়ির মো. আব্দুল মালেকের স্ত্রী। তিনি জানান, তার এক ছেলে ও দুই ভাই বর্তমানে সৌদি আরবে কর্মরত। পরিবারের ঋণ ছিল প্রায় ১৫ লাখ টাকা। বিদেশ থেকে পাঠানো কিস্তির টাকা পরিশোধ করতে তিনি ব্যাংকে গিয়ে চেকের মাধ্যমে ১ লাখ ৭৪ হাজার টাকা উত্তোলন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টাকা উত্তোলনের পর ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়ে তিনি টাকা গুনছিলেন। এ সময় অপরিচিত ৪-৫ জনের একটি প্রতারক চক্র গ্রাহক সেজে তার পাশে এসে দাঁড়ায় এবং কৌশলে স্কোপোলামিন (জনপ্রিয়ভাবে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত) নাকে-মুখে ছিটিয়ে দেয়। এরপর তিনি পুরোপুরি প্রতারকদের নিয়ন্ত্রণে চলে যান এবং নিজের অজান্তেই টাকাগুলো তাদের হাতে তুলে দেন।
ব্যাংক থেকে বের হওয়ার পর কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে এবং তিনি বুঝতে পারেন, তার টাকা নিয়ে প্রতারকরা পালিয়ে গেছে।
১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেলে সামসুন নাহার এ ঘটনায় বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ব্যাংকে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। আমরা এ ঘটনায় তদন্ত করছি এবং প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এদিকে, বুড়িচং সোনালী ব্যাংকের ম্যানেজার জহুর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৪-৫ জন প্রতারক খুব চতুরভাবে ওই নারী গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে চলে যায়। কিছুদিন আগেও কংশনগর সোনালী ব্যাংকে এমনই ঘটনা ঘটেছিল। আমরা সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি এবং প্রতারকদের ধরিয়ে দিতে সর্বসাধারণের সহযোগিতা কামনা করছি।” সংবাদ প্রকাশঃ ১২-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=