সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=======
মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন রক্তদানের অপেক্ষায় দেবীদ্বার’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং সাধারণ জনতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা কাজী নাসির উদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা ব্লাড ডোনার গ্রুপের অন্যতম সংগঠক নাহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন এবং প্রধান মেহমান ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবীদ্বার- ব্রাক্ষনপাড়া সার্কেল) মোহাম্মদ শাহীন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠন-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি এসএম ইমরান হাসান।
বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব’র সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার ইন্টারন্যাশনাল ক্যাডেট স্কুল’র ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম মোরশেদ, কুমিল্লা এভার গ্রীণ হাসপাতাল’র পরিচালক মো. আলম সরকার, রক্তদানের অপেক্ষায় দেবীদ্বার’র উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন, দেবীদ্বার উপজেলা ব্লাড ডোনার গ্রুপ’র পরিচালক মো. আতিকুর রহমান, সমাজসেবক আবুল কালাম আজাদ এবং মহেশপুর পেয়ারাকান্দী ব্লাড ফাউন্ডেশন’র পরিচালক আইয়ুব আলী সওদাগর প্রমুখ।
বক্তারা বলেন, সংগঠনের সাত বছরের নিরলস মানবিক কার্যক্রম তরুণ সমাজকে সমাজসেবায় অনুপ্রাণিত করছে। তারা সংগঠনের সেবামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে মানবসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে রক্তদানের অপেক্ষায় দেবীদ্বার শত শত রোগীর জন্য বিনামূল্যে রক্তদানের ব্যবস্থা করে আসছে এবং রক্তদানের পাশাপাশি মানবিক ও সামাজিক নানা কর্মকান্ডেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার ‘রক্তদানের অপেক্ষায় দেবীদ্বার’র প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সাল উদ্দিন বক্তব্য রাখছেন এবং সম্মাননা ক্রেস্ট বিতরণ করার ছবি। সংবাদ প্রকাশঃ ১২-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=