মুরাদনগরে ইসলামী আন্দোলনের নির্বাচনী সভা ও গণসংযোগ

সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:==============
“সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও খুন-ধর্ষণমুক্ত দেশ গঠনে ইসলামী অনুশাসনের বিকল্প নেই”, এ মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাশেষে দারোরা বাজার ও আশপাশ এলাকায় গণসংযোগ করেন তিনি ও তার দলের কর্মী সমর্থকরা।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার সভাপতি কন্ট্রাকটর মোহাম্মদ আবু তাহের এবং সঞ্চালনা করেন সেক্রেটারি হাফেজ মুহা. সাদ্দাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সভাপতি মাস্টার মফিজুল ইসলাম, থানা যুব আন্দোলন সভাপতি মাওলানা এম শুয়ায়েব হুসাইন, ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন,
“স্বাধীনতার ৫৪ বছরে যে তিনটি দল দেশ শাসন করেছে, তারা জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। দিনের ভোট রাতে নিয়ে একদলীয় শাসন কায়েম করেছে। আরেকটি দল ক্ষমতায় আসার আগেই ভোটারদের হুমকি দিচ্ছে, তাদের প্রতীকে ভোট না দিলে নিরাপদে ঘরে ফিরতে পারবে না। কেউ কেউ আবার নিজেরা ব্যালট পেপার ছাপানোর হুঙ্কার দিচ্ছে। এসব কর্মকাণ্ড দেশকে পুনরায় ফ্যাসিবাদের দিকে ঠেলে দিচ্ছে।”

তিনি আরও বলেন, “জনগণ প্রতিহিংসা ও জিঘাংসার রাজনীতিতে আর ফিরতে চায় না। তারা শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়, চাঁদাবাজিমুক্তভাবে ব্যবসা-বাণিজ্য চালাতে চায় এবং ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা কামনা করে।”

সংগঠনের এ নেতা আরও বলেন, “ছাত্র-জনতা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে একটি সুন্দর আগামীর আশায়। সেই আগামীর জন্য প্রয়োজন রাষ্ট্র সংস্কার, গণহত্যার দৃশ্যমান বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি এবং একটি ফলপ্রসূ নির্বাচন। আর সে নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক ভোটব্যবস্থার মাধ্যমে। পুরনো বন্দোবস্ত থেকে বের হয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার বিকল্প নেই।” সংবাদ প্রকাশঃ ০৮-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন