সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান===== নওগাঁর পোরশায় নকল ওষুধ তৈরি ও বাজারজাত করার একটি কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। দীর্ঘ চার বছর ধরে ‘ভিলেজ এগ্রোভেট’ নামে পরিচালিত ওই কারখানায় অভিযান চালিয়ে এক জনকে আটক, জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে এই অভিযান চালানো হয় ও মালামাল জব্দ করা হয়।
তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার নিতপুর বাঙালপাড়ায় শহিদুল ইসলাম নামে এক ব্যক্তি তার নিজ বাড়িতে গোপনে ওষুধ তৈরির এই কার্যক্রম চালিয়ে আসছিলেন। সে উপজেলা নিতপুর বাংগালপাড়ার মাইনুল ইসলামের ছেলে। কারখানাটি (৮৯৩) নম্বর লাইসেন্স নম্বর ব্যবহার করে পরিচালিত হচ্ছিল, তবে সেটি বৈধ নয়।
অভিযানে শহিদুল ইসলামের বড় ভাই ও সহযোগী রবিউল ইসলামকে (৩৮) আটক করা হয়। তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। পাশাপাশি কারখানাটি সিলগালা করা হয়েছে।
পোরশার ইউএনও রাকিবুল ইসলাম জানান, নকল ওষুধগুলো বিভিন্ন মাধ্যমে বাজারজাত করা হতো।
অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক শাকিল আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ০৮-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com