অবৈধ ঠিকাদার, নিম্নমানের সরঞ্জাম, চাকরি বৈষম্য ও হয়রানির প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারিদের অনির্দিষ্টকালের গণছুটি
সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==========
কুমিল্লার দেবীদ্বারে বিদ্যুৎ সেবায় নেমেছে ভয়াবহ বিপর্যয়। পল্লী বিদ্যুৎ সমিতি চান্দিনা-১ এর দেবীদ্বার জোনাল অফিসের অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী রবিবার (৭ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে চলে গেছেন। ফলে গ্রাহক সেবায় দেখা দিয়েছে চরম অচলাবস্থা।
বিদ্যুৎ সেবার এই সংকটে প্রায় লক্ষাধিক গ্রাহক ভোগান্তির শিকার হচ্ছেন। দেবীদ্বার জোনাল অফিসের অধীনে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের প্রায় ৮০ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন। কিন্তু গণছুটি ও নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জামের কারণে সেবার মানে নেমে এসেছে ভয়াবহ অবনতি।
দুর্নীতি ও বৈষম্যের অভিযোগ তুলে কর্মকর্তারা বলেন, বিদ্যুৎ সেক্টরে দূর্নীতিবাজ ঠিকাদারদের নিম্নমানের তার, মিটার, ট্রান্সফর্মার সরবরাহের কারণে বারবার বিপর্যয় দেখা দিচ্ছে। তিন বছরের গ্যারান্টি দেয়া মিটার তিন মাসেই নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি অনেক ডিজিটাল মিটারে ব্যবহার শুরুর আগেই ৫-৬ হাজার ইউনিট উঠে আসছে।
আরইবির সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যের অভিযোগও তুলেছেন কর্মচারীরা। তাদের মতে, “৬টি ফিডারের জন্য একজন জুনিয়র প্রকৌশলী, পরিশ্রম বেশি, বেতন কম, আবার কথায় কথায় বদলি বা বরখাস্ত এভাবে কাজ করা সম্ভব নয়।”
শুভপুর গ্রামের কৃষক সামসুল হক জানান, কৃষিকাজে ব্যবহৃত তার ডিজিটাল মিটার ব্যবহার না করেও এক মাসে দেখানো হয়েছে ৭০ হাজার ইউনিট। ফলে সরকারের সাবসিডি বাদেও তার বিল আসে ৩ লক্ষ ১৫ হাজার টাকা। পরে বিদ্যুৎ অফিসে সংশোধন করে বিল রাখা হয় মাত্র ৪১৩ টাকা।
এছাড়া নষ্ট হয়ে যাওয়া প্রায় ২ হাজার ৫ শত মিটার পরিবর্তনের কোনো ব্যবস্থা নেই। ফলে গ্রাহকদের প্রতিনিয়ত কটু কথা শুনতে হচ্ছে। গত দুই বছরে অন্ততঃ ৫০৩ জন গ্রাহকের ঘরে বিদ্যুতের আলো জ্বলছে না। আরো দেড়শত মিটার প্রক্রিয়াধিন রয়েছে।
দেবীদ্বার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আকিয়াব হোসেন বলেন, “আরইবি-পিবিএস একীভূতকরণ, মামলা প্রত্যাহার করে চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, অন্যায় বদলি বাতিল ও দুর্নীতিবাজ ঠিকাদারদের বাদ দেওয়াসহ ৪ দফা দাবিতে সারা দেশে কর্মকর্তা-কর্মচারীরা গণছুটিতে গেছেন। আমার অফিসের ৭৯ জনের মধ্যে ৫০ জন ইতোমধ্যে গণছুটিতে গেছেন।”
ছবির ক্যাপশন:
দেবীদ্বার বিদ্যুৎ অফিস কর্মকর্তার টেবিলে অর্ধশতাধিক গণছুটির দরখাস্ত, অফিসের নষ্ট মিটার ও বিদ্যুৎ অফিসের সাইনবোর্ড এবং অফিসে থাকা একটি ডিজিটাল মিটারের অটো বিল উঠেছে ৫৪০১ ইউনিট-এর ছবি। সংবাদ প্রকাশঃ ০৭-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com