মুরাদনগরে ঈদে মিলাদুন্নবী উদযাপন

সিটিভি নিউজ।। এন এ মুরাদ, মুরাদনগর। সংবাদদাতা ====
মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও ইসলামি সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

এ উপলক্ষে কোম্পানীগঞ্জে বিশাল আনন্দ মিছিল ও আলোচনা সভার আয়োজন করেন বিশিষ্ট আলেমেদ্বীন ও উত্তর ত্রিশ আজিমিয়া এতিমখানার পরিচালক মাওলানা বশির উল্লাহ । আলোচনা সভায় তিনি বলেন, নূর নবীর আগমনে দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ খোঁজে পেয়েছে অন্ধকার থেকে আলোর পথ। আজকের দিনটি মুসলিম উম্মার জন্য মহা- আনন্দের। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আওয়াল নবীর আগমনের দিন। মুসলমানের জন্য ঈদে মিলাদুন্নবী (সঃ)।

উক্ত অনুষ্ঠানে ডা: রফিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুফতি আবু হানিফ।
তিনি বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ আমাদের জন্য দুনিয়া ও আখেরাতে মুক্তির দিশারী। তাঁর সুন্নাহ মেনে চললেই সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব।”

এসময় উপস্থিত ছিলেন, নবীপুর পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য আবু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস মিয়া, মো. হুমায়ুন কবির, মিজানুর রহমানসহ হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনায় এসব কর্মসূচিতে অংশ নেন। সংবাদ প্রকাশঃ ০৬-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন