কুমিল্লা মডেল বহুমুখি সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক ॥==================
কুমিল্লা মডেল বহুমুখি সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) নগরীর ঠাকুরপাড়া কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডা. মুজিবুর রহমান। তিনি বলেন, “কুমিল্লা মডেল বহুমুখি সমবায় সমিতি প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, গবেষণা ও সমাজকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আমরা বিশ্বাস করি সমবায়ের শক্তি সমাজকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিতে পারে। ভবিষ্যতেও আমাদের কার্যক্রম বিস্তৃত করা হবে এবং আরও নতুন উদ্যোগ নেওয়া হবে।”
সমিতির সাধারণ সম্পাদক ইফতিয়ার রেজা আশিক আহম্মেদ শাহিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন সহ-সভাপতি ডা. মোহাম্মদ ফজলুল হক লিটন, অর্থ সম্পাদক মিয়া মোহাম্মদ তৌফিক, নির্বাহী সদস্য ও কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান, মোহাম্মদ মোস্তফা, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহাম্মদসহ আরও অনেকে।
সভায় সমিতির সাধারণ সম্পাদক ইফতিয়ার রেজা আশিক আহম্মেদ শাহিন বলেন, শিক্ষা ও সমাজ উন্নয়নে সমবায়ের অবদান অপরিসীম। এ ধারাবাহিকতায় সমিতি কুমিল্লা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বিএড কলেজ, কুমিল্লা মডেল এডুকেশন রিসার্চ সেন্টারসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ পরিচালনা করছে।
সভায় সমিতির বিগত বছরের আয়-ব্যয় উপস্থাপন করা হয় এবং নতুন বছরের পরিকল্পনা আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত হয় যে, সমবায়ের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে এবং শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়নে নতুন কর্মসূচি হাতে নেওয়া হবে।

ছবিঃ কুমিল্লা মডেল বহুমুখি সমবায় সমিতির ২৪তম বার্ষিক সাধারণ সভা। সংবাদ প্রকাশঃ ০৬-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন