হারিয়ে যেতে বসেছে বরেন্দ্র অঞ্চলে আদিবাসীদের সংস্কৃতি

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান=====
বরেন্দ্র অঞ্চলে সাঁওতাল, ওরাওঁ, পাহান, মুন্ডা, মাহালি, মালো, মইশরসহ প্রায় ৫০টি আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নিজস্ব সংস্কৃতি কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে। এর পেছনে রয়েছে আধুনিক সমাজের মূল স্রোতে মিশে যাওয়া, শিক্ষা ও নিজস্ব ভাষায় চর্চার সুযোগের অভাব এবং সাংস্কৃতিক একাডেমির মতো প্রতিষ্ঠানগুলোর অকার্যকরী অবস্থা। এছাড়া এ’সম্প্রদায়ের প্রধান কারণ হলো ভূমি হারানো, বৈষম্য, এবং আধুনিক জীবনযাত্রার প্রভাবে ঐতিহ্যবাহী পোশাক, ভাষা ও নিজস্ব রীতিনীতি বিলুপ্তের জন্য।
যদিও বিভিন্ন সময়ে আদিবাসী সংস্কৃতি তুলে ধরার জন্য মেলা বা অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়, তবুও মূলধারার সমাজে তাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য আরও কার্যকর পদক্ষেপ ও সরকারি সহায়তা প্রয়োজন বলে মনে সাংবাদিক,কবি ও গবেষক মোহাম্মদ আককাস আলী।
বাংলাদেশের সংবিধানের ২৩(ক) ধারায় যাদেরকে উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী নামে অভিহিত করা হয়েছে। তবে উপজাতিরা নিজেদের ‘আদিবাসী’ পরিচয় দিতে অধিকতর পছন্দ করে থাকেন। তাই উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী শব্দগুলো ব্যবহার না করে তারা সরাসরি আদিবাসী শব্দ ব্যবহার করে।
আদিবাসী জনগোষ্ঠীগুলো আধুনিক সমাজের মূল স্রোতে মিশে যাওয়ার ফলে তাদের নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতির চর্চা কমে যাচ্ছে।
নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগের অভাব এবং পরিবারে নিজস্ব ভাষা চর্চার কমে যাওয়া সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন গবেষকেরা। সংবাদ প্রকাশঃ ০৬-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=