aaa
ঢাকাSaturday , 6 September 2025
সর্বশেষ সবখবর

বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে অশ্লীল বক্তব্যের প্রতিবাদে নাঙ্গলকোটে বিএনপির মিছিল সমাবেশ

CTV News 24
September 6, 2025 3:22 pm
Link Copied!

সিটিভি নিউজ।। মজিবুর রহমান মোল্লা নাঙ্গলকোট(কুমিল্লা)সংবাদদাতা জানান ======
বিএনপির মহাসচিবকে বোরখা পরা মহাসচিব, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ককে নিয়ে অশ্লীল বক্তব্য এবং কুমিল্লাকে নিয়ে কটাক্ষ করার দায়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশে^র আলম ভূঁইয়াকে দল থেকে বহিষ্কারের দাবিতে নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে শুক্রবার রাতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
পৌর বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলী আক্কাছ চেয়ারম্যান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক ডাঃ বাহার, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি হুমায়ুন কবির দুলাল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা মাজহারুল ইসলাম ছুপু, সেলিম জাহাঙ্গীর মন্টু, পৌরসভা স্বেচ্ছাসবেক দল ভারপ্রাপ্ত সদস্য সচিব আবদুল আলী, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি ও যুবদল নেতা ছালেহ আহম্মদ, ছাত্রদল নেতা শহীদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশে^র আলম ভূঁইয়া গত ৪ সেপ্টেম্বও নাঙ্গলকোটে অনুষ্ঠিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ রালী ও সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমনকে উদ্দেশ্য করে বলেন, গত পাঁচ-সাতদিন আগে এক বেয়াদবের বাচ্চা, এক কুলাঙ্গারের বাচ্চা বলেছে, সে নাকি ঘুরেফিরে দেখেছে, নাঙ্গলকোটে মোবাশে^র আলম ভূঁইয়ার দশজন লোকও নেই। আরে বেয়াদব, তুই কোথায় গেছস। তুই নিশ্চয়ই আওয়ামীলীগের মিছিলে গেছস। তুই আওয়ামী লীগের মিটিংয়ে গিয়ে বিএনপির লোক কীভাবে পাবিরে বেয়াদব !
তারা আরো বলেন, মোবাশে^র আলম ভূঁইয়া কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক জাকারিয়া তাহের সুমন সম্পর্কে অশংলগ্ন এবং কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় বরুড়ায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে আমরা নাঙ্গলকোবাসী লজ্জিত, যাহা জাতীয় ভাবেও আমাদেরকে কলংকিত করা হয়েছে। তাছাড়া তিনি বেশ কিছুদিন আগে নিজের ফেসবুক আইডিতে আমাদের মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরকে বোরকা পরা মহাসচিব বলেও স্ট্যাটার্স দিয়েছেন। এর আগে তিনি গত ২৮ মার্চ ভুলইন উত্তর ইউনিয়নের হাজতখোলায় এলাকায় ইউনিয়নের এক অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্য রাখেন। তিনি ঢাকা থেকে চট্রগ্রাম যাওয়া আসার পথে যেখানে প্রস্রাব করা হয় এটার নাম হলো কুমিল্লা। এতে তিনি কুমিল্লাবাসীকে ব্যাপকভাবে হেয়প্রতিপন্ন করা হয়। এসব বক্তব্যেও কারণে তারা মোবাশে^র আলম ভূঁইয়াকে দল থেকে বহিষ্কারের দাবী জানান।
উপজেলা বিএনপির নেতা হুমায়ুন কবির দুলাল বলেন, মোবাশে^া আলম ভূঁইয়া কর্তৃক কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতাদের নিয়ে এ ধরনের অশ্লীল বক্তব্য স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষুদ্ধতা সৃষ্টি হয়েছে। ওনার মুখের ভাষা আরো মার্জিত হওয়া উচিত। নির্বাচনে সাধারণ ভোটাররা এই বক্তব্যকে ভিন্ন ভাবে দেখবেন বলেও তিনি মনে করেন।
এবিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা মোবাশ্বের আলম ভূইয়া সাংবাদিকদের বলেন, যে আমার রাজনীতিতে ছোট সে যদি আমার এসিআর লিখে আমি এখনো বলি তাকে ঠাসায় মরাব। একজন ব্যক্তি আমাকে নিয়ে খারাপ মন্তব্য করেছেন তাই আমি তার বিরুদ্ধে এসব কথা বলেছি । আমি রাজনীতিতে মেজর জেনারেল, যে আমাকে নিয়ে কথা বলবে তাকেতো লেফটেন্যান্ট জেনারেল হতে হবে । সংবাদ প্রকাশঃ ০৬-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

"এই সাইটে কোন নিউজ নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।"