কুমিল্লার নামেই বিভাগ ঘোষণার দাবীতে চলতি সেপ্টেম্বর মাসে নানা কর্মসূচী ঘোষনা

সিটিভি নিউজ।। ওমর ফারুকী তাপস সংবাদদাতা জানান ==== কুমিল্লাবাসীর প্রানের দাবী কুমিল্লার নামেই বিভাগ ঘোষণার দাবী আদায়ে চলতি সেপ্টেম্বর মাসেই জনসচেতনতা সৃষ্টি করে বৃহত্তর গণআন্দোলন গড়ে তুলবে সচেতন রাজনৈতক ফোরাম। জনগনের মাঝে লিফলেট বিতরণ,পথ সভা, মানববন্ধন, ঢাকায় ঢাকাস্থ কুমিল্লা সমিতির সাথে মতবিনিময় সভা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলে কর্মসূচী ঘোষনা করেছে নেতৃবৃন্দ। ৫ সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে কুমিল্লা বিভাগ ঘোষনার দাবীতে এই কর্মসূচী ঘোষনা করেন সভার সভাপতি সচেতন রাজনৈতিক ফোরাম,কুমিল্লার প্রধান সমন্বয়ক ড.শাহ মোঃ সেলিম। অবিলম্বে কুমিল্লা নামে বিভাগ ঘোষণা বাস্তবায়নের দাবী জানিয়ে কুমিল্লার সর্বস্তরের সচেতন সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সাহিত্যিক ও ছড়াকার বীরমুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল,ড, অধ্যাপক আলী হোসেন চৌধুরী,অধ্যক্ষ সফিকুর রহমান,কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আবুল হাসানাত বাবুল,ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক লায়ন মাহাবুবুল আলম ইকবাল,ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা বনশ্রী সমিতির সভাপতি এনামুল হক বাবলু, দাউদকান্দি উপজেলার সন্তান ঢাকাস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির যুগ্ন সম্পাদক লায়ন শেখ ফরিদ উদ্দিন,বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, এনসিপি কুমিল্লা জেলা সমন্বয়ক সমবায়ী সিরাজুল হক, কুমিল্লা টাউনহল পরিচালনা কমিটির সদস্য সচিব সাজ্জাদুল কবীর, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,কুমিল্লা ইউনিটের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নূরে আলম ভুইয়া, দৈনিক বাংলার আলোড়ন পত্রিকার প্রধান সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,২৪ এর গণআন্দোলনের সংগঠক নাভিদ নওরোজ শাহ,নারী নেত্রী ও সমবায়ী শাহানা হক, বাসদ নেতা খায়রুল এনাম রায়হান,সাংস্কৃতিক সংসদ কুমিল্লার সভাপতি আবুল কাশেম, কল্যাণ পার্টির নেতা সহিদুল হক তামান্না,নিখিল রায়,কাজী শারমিন আক্তার শহীদ সাদমানের মাতা, মিয়া মোঃ তৌফিক, জুনায়েদ রায়হান, ছাত্র নেতা রাসেল খান,শাহেদুল ইসলাম চৌঃ সহ আরো অনেকে। সভায় বক্তারা বলেন— ঐতিহাসিক, ভৌগলিক ও সাংস্কৃতিক দিক থেকে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। অথচ দীর্ঘদিন ধরেই কুমিল্লাকে প্রশাসনিক কাঠামোয় বঞ্চিত রাখা হয়েছে। তাই অবিলম্বে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানান তাঁরা।
এসময় কুমিল্লার উন্নয়ন ও নাগরিক স্বার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—কুমিল্লা মহানগরের যানজট ও জলাবদ্ধতা নিরসন।ঢাকা–কুমিল্লা সরাসরি রেলপথ নির্মাণ।কুমিল্লায় পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন।এবং কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু।
সংবাদ প্রকাশঃ ০৫-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=