কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে প্রতিষ্ঠিত আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে বক্তব্য রাখছেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লের জুনিয়র কনসালটেন্ট ডাঃ আবদুল্লাহ আল মামুন।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ================
কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুরে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যতিক্রমী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশের লক্ষ্যে বিদ্যালয়ের হরিপদ ঘোষ ভবনের হলরুমে আয়োজিত ওই সমাবেশে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করে। বিপুল সংখ্যক অভিভাবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি মিলন মেলায় পরিণত হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লের জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডাঃ আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সমাবেশে অতিথি ছিলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি হাজী মোঃ শাহজাহান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডাঃ সিফাত সালে।
সভাপতির বক্তব্যে ডাঃ আবদুল্লাহ আল মামুন শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘একটি শিশুর ভবিষ্যৎ গড়ার কারিগর হলো তার শিক্ষক, কিন্তু সেই শিক্ষকের কাজ তখনই সফল হয়, যখন পরিবার থেকে উপযুক্ত সহযোগিতা আসে। এই ত্রি-পক্ষীয় বন্ধনই পারে একটি শিক্ষার্থীকে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিতে।’ তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধের বিকাশে পরিবারের ভূমিকার ওপরও জোর দেন।
সহকারী শিক্ষক বিল্লাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, রামচন্দ্রপুর ডাকঘরের পোষ্ট মাস্টার আবুল কালাম, শোভারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল আনোয়ার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য মোল্লা সফিকুল ইসলাম, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সাবেক সদস্য আবদুল হান্নান ভুইয়া ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছির উদ্দিন প্রমুখ।
সংবাদ প্রকাশঃ ০৫-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com