ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর, নারীসহ আহত ৪

সিটিভি নিউজ।। মোঃ অপু খান চৌধুরী।। সংবাদদাতা জানান===
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা অর্তকিত হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে এবং নারীসহ ৪ জনকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। গতকাল (৩ সেপ্টেম্বর) বুধবার রাতে উপজেলার দুলালপুর মধ্যপাড়া এলাকায় ঘটনা ঘটে।
হামলাকারীরা হলেন একই বাড়ির মৃত হাবিবুর রহমান মালু মিয়ার ছেলে ফারুক মিয়া, তার ভাই রিপন মিয়া ভুট্টু ও লিটন মিয়া, রিপন মিয়ার ছেলে সাব্বির, রতন মিয়ার ছেলে ইব্রাহিম, সাওয়াল মিয়ার ছেলে খসরু ও তার ভাই ফটু মিয়া, খসরু মিয়ার ছেলে আল আমিনসহ অজ্ঞাত ৩-৪ জন।
এ ব্যাপারে আহত আব্দুল কুদ্দুসের স্ত্রী মোরশেদা বেগম বলেন, আমি পৈত্রিক ভাবে পাওয়া আমার সম্পদের (বাড়ির জায়গা) দেড় শতাংশ জায়গা এবং আমার ভাই মিঠু মিয়ার কাছ থেকে দুই শতাংশ জায়গা, আমার বোনের মেয়ে রিতা আক্তারের কাছে বিক্রি করি। সে সূত্র ধরে আমার অন্যান্য ভাইয়েরা এবং তাদের ছেলেরা গতকাল রাতে জোরপূর্বক আমার বোনের মেয়ের বাড়িতে প্রবেশ করে আমার বৃদ্ধ মাকে, আমাকে এবং আমার বোনের মেয়ে ও তার স্বামীকে এলোপাতারি পিটিয়ে আহত করে। এছাড়া বাড়িঘর ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।

এ বিষয় নিয়ে রিতা আক্তারের স্বামী জামাল হোসেন প্রতিবাদ করলে তাকেও এলোপাতারি রড ও পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পরে আমাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত জামাল মিয়াকে এলাকাবাসী উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাংচুরের পাশাপাশি মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ বিষয়ে আহত জামাল হোসেন বলেন, ঘটনার সময় আমি বাড়ির পাশে দোকানে বসা ছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচি শব্দ শুনে আমি বাড়িতে গিয়ে দেখি হামলাকারীরা আমার ক্রয়কৃত বাড়ি ভাঙচুর করছে। এসময় আমি প্রতিবাদ করলে তারা আমার উপরও হামলা চালিয়ে আমাকে আহত করে। এ ব্যপারে আমি সুষ্ঠু বিচার চাই। সংবাদ প্রকাশঃ ০৪-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন