পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে রাতের অন্ধকারে ঘর ছাড়া করলেন ছেলের বউ

সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধিঃ==================
দিনাজপুরের পার্বতীপুরে ৯৭ বছরের বৃদ্ধাকে ছেলের বউ পুলিশের সহায়তায় ঘর ছাড়া করলেন।

দিনাজপুরের পার্বতীপুরে ১ সেপ্টেম্বর তারিখ দিবাগত মধ্যরাতে ছেলের বউ পুলিশের সহায়তায় ওই বৃদ্ধাকে ঘর থেকে বের করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলাধীন ২নং মন্মথপুর ইউনিয়নের চাকলা বাজারের চকিদারপাড়া গ্রামে। বিধবা বৃদ্ধা আছরা বেওয়া ঐ গ্রামের মৃত এছাহাক আলী সরদারের স্ত্রী। গত ১ সেপ্টেম্বর রাত্রি ২ টার দিকে ছেলের স্ত্রী রীনা(৪৫) ও পুলিশের সহায়তায় আছরা বেওয়া(৯৭) কে ঘর থেকে টেনে-হেচড়ে বাড়ির বাইরে বের করে দেন।

ঘটনা ও স্থানীয় সুত্রে জানা যায়, পার্বতীপুর উপজেলাধীন ২নং মন্মথপুর ইউনিয়নের চাকলা বাজারের চকিদারপাড়া গ্রামে মৃত এছাহাক আলী সরদারের ছেলে মৃত আলতাফ মাহমুদ কে তার বোন মায়ের আশ্রয় ও দেখাশোনা করার শর্তে ৭ শতাংশ জমি হেবা দলিল করে দেন। আলতাফ মাহমুদ এর মৃত্যুর পরে তার স্ত্রী রীনা বেগম জায়গাটি বিক্রি করে সৈয়দপুর উপজেলার লাভলী বেগম(৫০) নামীয় এক ব্যক্তির কাছে। গত ১ সেপ্টেম্বর রাতে কিল-ঘুসি মেরে ঘর থেকে বের করার কথা জানান বিধবা বৃদ্ধা আছরা বেওয়া(৯৭)। তিনি বলেন, আমার সব কিছুই ঘর থেকে বের করে দিয়েছে। যেমন, খাট-তোষক-চেয়ার-হাড়ি-পাতিল-কাথা-বালিশ এবং বস্তা বাধা কাপড় ইত্যাদি।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লা আল মামুন সাংবাদিকদের জানান এলাকায় যে গুজবটি ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ৯৯৯ এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পারিবারিক কলোহের ঘটনা দেখে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনাটি আমি ইতিমধ্যে শুনেছি এবং আমি ঐ ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ্ কে ঘটনাস্থল পরিদর্শন করতে বলি। তিনি পরিদর্শনে গিয়ে আমাকে অবগত করেন। আমি আছরা বেওয়া(৯৭) কে আপাতত আশ্রয়ণ কেন্দ্র এ থাকার ব্যবস্থা করতে চাইলে তার মেয়ে আপত্তি করায় আছরা বেওয়া(৯৭) কে তার মেয়ের বাসায় পাঠানো হয়। আমি মডেল থানার ওসি আব্দুল্লা আল মামুন এর কথা বলে এ বিষয়ে আমরা একটি আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা আইনগত ভাবে এটি দ্রুত সমাধান করব। সংবাদ প্রকাশঃ ০৪-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন