সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=============
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন তার দলীয় ইশতেহার ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সদরের একটি রেস্তোরায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এ সময় খেলাফত মজলিসের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইশতেহার ঘোষণাকালে হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন বলেন, কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের প্রতিটি নাগরিকের জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য ও আশ্রয়সহ মৌলিক অধিকার নিশ্চিতকরণে বিশেষ পরিকল্পনা ও প্রকল্প গ্রহণ করা হবে। ধর্মীয় স্বাধীনতা, নৈতিক মূল্যবোধ জাগ্রতকরণ, সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা তার অন্যতম অঙ্গীকার।
তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞানভিত্তিক সংস্কার, ইউনিয়ন পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, অবকাঠামো উন্নয়ন, কৃষির আধুনিকায়ন, কর্মসংস্থান সৃষ্টি, সুশাসন প্রতিষ্ঠা, মাদক-সন্ত্রাস ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে জনবান্ধব সমাজ গঠনের লক্ষ্যে মোট ৯ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— কুমিল্লা জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা ওয়ালিউল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মনির হোসেন কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মুফতি মুজ্জাম্মেল, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জামশেদ হোসাইন হাবিবী, হাফেজ আবু তাহের, দেবীদ্বার উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হাসান এবং উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি ইয়াহয়া রাশেদ কাশেমী প্রমুখ।
ছবির ক্যাপশনঃ
দেবীদ্বার সংবাদ সম্মেলনে কুমিল্লা-৪ আসনে খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন আসন্ন নির্বাচনের ইশতেহার ঘোষণা করছেন। সংবাদ প্রকাশঃ ০৪-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=