দেবীদ্বারে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আশেকে রাসূল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ সংবাদদাতা জানান =====
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে হযরত মোহাম্মদ (সা.)-এর ১৫শত শুভ জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম প্রফেসর ড. কুদরত এ খোদা (মা: আ:) হুজুর কেবলাজানের অনুমতিক্রমে আশেকে রাসূল (সা.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চাপানগর শাহজাহান হাজারী মঞ্জিলে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হচ্ছে সৃষ্টিকুলের সবচেয়ে বড় ঈদ। প্রকৃতপক্ষে ঈদে মিলাদুন্নবী (সা.) শুধুমাত্র মুসলিম জাতির জন্য নয়, বরং সমগ্র সৃষ্টির তথা কুল কায়েনাতের জন্য আনন্দের দিন। হযরত রাসুল (সা.)-এর শুভজন্ম এবং ওফাত একই তারিখে নয়। হযরত রাসুল (সা.) বিদায় হজের ৮১ দিন পর ওফাত লাভ করেন। সেই দিনটি ছিল ১ রবিউল আউয়াল। হযরত রাসুল (সা.) ১২ রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন, আবার ৬৩ বছর পর ১ রবিউল আউয়াল সোমবার ওফাত লাভ করেন। কিন্তু সমাজে প্রচলিত আছে হযরত রাসুল (সা.)-এর জন্ম ও ওফাত দিবস একই তারিখে হয়েছে। ফলে হযরত রাসুল (সা.)-এর শুভ জন্মদিন অবারিত রহমত ও বরকত হওয়া সত্ত্বেও মুসলিম জাহান ওই দিবসে আনন্দ করতে না পেরে রহমত থেকে বঞ্চিত হচ্ছে।’হযরত রাসূল (সা.)- এর শুভ জন্মদিনে যারা খুশি হোন মহান আল্লাহ তাদের ক্ষমা করে দেন। সবাইকে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আনন্দোৎসব করার উপর গুরুত্বারোপ করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন , ইসলামী গবেষক, ভাইস প্রিন্সিপাল, ড. আব্দুল মান্নান মিয়া, গবেষক, কদর রিচার্জ অ্যান্ড পাবলিকেন্স; সাবেক সহযোগী অধ্যাপক ইসলামিক স্টাডিজ বিভাগ, পিইউবি ড. নাছিরউদ্দীন সোহেল, কুমিল্লা জেলার সমন্বয়ক মো: ইমাম হোসেন, সাংবাদিক আহমেদ হোসেন প্রমুখ। বক্তারা দেশবাসীর সবাইকে মহাধুমধামের সঙ্গে এই ঈদ উদযাপনের আহ্বান জানান। প্রধান বক্তা হযরতুল আল্লাম সাব্বির আহমেদ ওসমানী তার মূল্যবান ভাষণ দিয়ে বিশ্ববাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন। সংবাদ প্রকাশঃ ০৩-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন