সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি ।।========
কুমিল্লা নগরের ফলব্যবসায়ী মহরম হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে মঙ্গলবার দুপুরে কুমিল্লা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।
মানববন্ধনে দ্বিতীয় মুরাদপুর এলাকার কয়েকশত নারী-পুরুষ ব্যানার ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশ নেন। নিহতের পরিবারসহ স্থানীয়রা মহরম হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন পথ প্রতিবাদ সভায় বক্তারা বলেন- পূর্ব বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে মহরম মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাত্যাকারিরা এখনও নিহতের পরিবারকে হুমকি দিচ্ছে প্রকাশ্যে ঘুরাফেরা করছে পুলিশ তাদের গ্রেপ্তার করছেনা বলে অভিযোগ করেন।
ঘটনার পর নিহত মহরমের বোন রুনু বাদী হয়ে ৮জন নামীয়সহ ৬/৭জন অজ্ঞাত আসামী করে কুমিল্লা কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।
এদিকে গেল ৩১আগষ্ট শনিবার রাত পৌনে আটটায় কাঁটাবিল মসজিদের সামনে মোটরসাইকেলে থাকা অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে হত্যা ঘটনা ঘটে। নিহত মহরম মিয়া নগরীর মুরাদপুর এলাকার চারু মিয়ার ছেলে। তিনি শ্বশুর বাড়ি নগরীর কাঁটাবিল এলাকায় ভাড়া থাকতেন।
কুমিল্লার কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।== সংবাদ প্রকাশঃ ০২-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com