পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লায়

সিটিভি নিউজ।। পূবালী ব্যাংক পিএলসি, চকবাজার শাখার উদ্যোগে ৩১ আগস্ট, রবিবার কুমিল্লা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হলো এক বিশেষ ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন। আধুনিক ব্যাংকিং সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কলেজ ক্যাম্পাসে স্থাপন করা হয় ব্যাংকিং বুথ, যেখানে শিক্ষার্থীরা ও আগত অতিথিরা সরাসরি বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে জানতে পারেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ মাঈনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি’র এডিসি ডিভিশনের বিভাগ প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জনাব মোঃ রবিউল আলম, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. জহিরুল আলম, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জহিরুল ইসলাম এবং রিটেল ব্যাংকিং ডিভিশনের সহকারী মহাব্যবস্থাপক জনাব প্রদ্যুত কুমার রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্ড বিজনেস ডিভিশনের কর্মকর্তাবৃন্দ, চকবাজার শাখার এজিএম এ কে এম সাফিউল আলম, কুমিল্লা প্রধান শাখার এজিএম আসাদুজ্জামান মজুমদার, জেলা পরিষদ শাখার এজিএম রেহানা আক্তার, ভিক্টোরিয়া কলেজ শাখার ব্যবস্থাপক মোঃ মশিউর রহমান, পদুয়ার বাজার শাখার ব্যবস্থাপক এ এস এম মুছা, ময়নামতি শাখার ব্যবস্থাপক মোঃ ইলিয়াসসহ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।

ক্যাম্পেইনে পূবালী ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ, ডেবিট ও ক্রেডিট কার্ড, কিউআর পেমেন্ট, প্রি-ফরেন এডুকেশন লোনসহ বিভিন্ন ডিজিটাল সেবা তুলে ধরা হয়। একইসাথে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করে পরিবেশ সচেতনতার বার্তা দেওয়া হয়।

এই ক্যাম্পেইন আগামীকাল ১ সেপ্টেম্বরেও চলবে, যেখানে আরও শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবেন। সংবাদ প্রকাশঃ ০১-০৯-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন