হাজী জসিম উদ্দিনের মানবিক উদ্যোগ কুমিল্লা-বাগড়া সড়কের ছয়গ্রাম থেকে ফকির বাজার পর্যন্ত স্বেচ্ছাশ্রমে সংস্কার

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান =======
কুমিল্লা: কুমিল্লা আদর্শ সদর উপজেলার চানপুর থেকে বাগড়া (সালদা) পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ কুমিল্লা-বাগড়া সড়ক দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরে পড়ে আছে। ফলে প্রতিদিন যাত্রীদের দুর্ভোগ, যান চলাচলে চরম ভোগান্তি ও দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের মতো সমস্যাও সৃষ্টি হয়েছিল সিএনজি চালকদের মাধ্যমে।

এ অবস্থায় জনদুর্ভোগ লাঘবে মানবিক উদ্যোগ নেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. জসিম উদ্দিন। তার নিজস্ব উদ্যোগে এবং জসিম উদ্দিন ফাউন্ডেশনের অর্থায়নে ছয়গ্রাম বাজার থেকে ফকির বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়ক সংস্কারের কাজ শুরু করেন তিনি।

গত ৩১ আগস্ট (রোববার) সকাল ৯টায় হাজী মো. জসিম উদ্দিন দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের কাজ উদ্বোধন করেন। সারাদিনব্যাপী শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী স্বেচ্ছাশ্রমে অংশ নিয়ে ইট, বালু ও কংক্রিট দিয়ে সড়কের ক্ষত-বিক্ষত গর্তগুলো ভরাট করে যান চলাচলের উপযোগী করে তোলেন। এতে শতাধিক ট্রাক ভরাট সামগ্রী ব্যবহার করা হয়।

সংস্কারের ফলে ছয়গ্রাম, আজ্ঞাপুর, কালিকাপুর হয়ে ফকির বাজার পর্যন্ত সড়কে স্বস্তি ফিরতে শুরু করেছে।

স্থানীয় চালক আব্দুল জব্বার বলেন, “সড়কের কারণে প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকি নিতে হতো। হাজী জসিম উদ্দিন সত্যিই মাটি ও মানুষের নেতা—তিনি আমাদের দুর্ভোগ অনেকটাই কমিয়ে দিয়েছেন।”

অন্যদিকে সিএনজি চালক শহীদুল্লাহ ও মোবারক হোসেন জানান, “এই সড়কে যাত্রীদের যেমন ভোগান্তি, আমরাও একইভাবে ক্ষতিগ্রস্ত হই। হাজী জসিম উদ্দিনের উদ্যোগ আমাদের জন্য স্বস্তির।”

এ বিষয়ে হাজী মো. জসিম উদ্দিন বলেন,
“বুড়িচং-ব্রাহ্মণপাড়ার সড়কগুলোর অবস্থা নাজুক। কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষ প্রতিদিন দুর্ঘটনা ও ভোগান্তির শিকার হচ্ছেন। আমি নিজেও ঝুঁকি নিয়ে চলাচল করি। তাই বসে থাকতে পারিনি। আমার ফাউন্ডেশনের অর্থায়নে ও নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করেছি। এতে যদি মানুষের কিছুটা স্বস্তি আসে, সেটিই আমার প্রাপ্তি।” সংবাদ প্রকাশঃ ৩১-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন