দেশব্যাপী নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে কুমিল্লায় আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি

সিটিভি নিউজ।। কুমিল্লা, ৩০ আগস্ট : নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লায় অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি। শনিবার সন্ধ্যায় শহরের এইড কুমিল্লা ট্রেইনিং সেন্টারে এ কর্মসূচির আয়োজন করে এইড কুমিল্লা, সহযোগিতায় ছিল নাইস ফাউন্ডেশন।
অনুষ্ঠানে মোট ৫০ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে নারী ছিলেন ৪০ জন এবং পুরুষ ১০ জন। সকলে হাতে মোমবাতি নিয়ে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেন।
আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এইড কুমিল্লার নির্বাহী পরিচালক রোকেয়া বেগম শেফালী। তিনি বলেন, “নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, সমাজের প্রতিটি মানুষের সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমে একটি সহিংসতামুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।”
এছাড়াও উপস্থিত ছিলেন এডভোকেট শামীমা আক্তার জাহান , প্রত্যায় সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার, সৃষ্টি সংস্থা এর নির্বাহী পরিচালক সালমা আক্তারসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা। তাঁরা প্রত্যেকে নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং সামাজিক ঐক্যের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন প্রতিনিয়ত বেড়ে চলেছে, যা সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের কারণ। এই পরিস্থিতি থেকে উত্তরণে পরিবার, সমাজ ও আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণকারীরা সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং নারী-শিশু নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। সংবাদ প্রকাশঃ ৩১-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=