সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/========
“অপরাধ দমনে মব সন্ত্রাসের মাধ্যমে আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। অপরাধকে ঘৃণা করব, তবে অপরাধীকে নয়। অপরাধ প্রতিরোধে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন, আর আমাদেরকে সামাজিক প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে এগিয়ে আসতে হবে।”
রবিবার (৩১ আগস্ট) সকাল ১১টায় কুমিল্লার দেবীদ্বারের ‘নুরপুর মনসুর আলী এন্ড বারী উচ্চ বিদ্যালয়’ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
‘নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অসহায় নারীদের স্বাবলম্বীকরণের উদ্দেশ্যে ১০ পরিবারকে ১০টি ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট আল আমিন পাটোয়ারি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোঃ জাহাঙ্গীর, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার ও ফতেহাবাদ ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন রুহুল।
এছাড়াও বক্তব্য রাখেন ইউপি সদস্য ইউনুস মেম্বার, ব্যবসায়ী ও সমাজসেবক জাহিদুল ইসলাম বাহাদুর, মোঃ মনির হোসেন এবং কৃতি শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার ‘নুরপুর আলোর শক্তি ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বক্তব্য রাখছেন। পরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অসহায় নারীদের মাঝে ছাগল বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ৩১-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com