জিএমপিএ”এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা থেকে :===============
জেনারেল মেডিক্যাল প্যাকটিশনার এসোসিয়েশন এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে কুমিল্লা মহানগরীর ঝাউতলা কুমিল্লা নাভানা হসপিটালের হল রুমে ডিপ্লোমা ও পল্লী চিকিৎসকদের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাফর আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন
কুমিল্লা নাভানা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার,
ভাইস চেয়ারম্যান মোঃ আলমগীর হোসাইন।

আরো উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মজুমদার,
সহ সভাপতি মোঃ সফিকুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক আফরোজা ইয়াসমিন, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক সপন চন্দ্র রায়,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রবিনসহ জেলার বিভিন্ন এলাকার সদস্যগন।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার হলেও বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য তা এখনো পুরোপুরি নিশ্চিত করা সম্ভব হয়নি। শহরাঞ্চলে হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সহজলভ্য হলেও গ্রামাঞ্চলে এসব সুবিধার যথেষ্ট অভাব রয়েছে।এই পরিস্থিতিতে গ্রামীণ জনপদে পল্লী চিকিৎসকরাই একমাত্র ভরসা হয়ে উঠেছেন। তারা গ্রামবাসীর দোরগোড়ায় সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা পৌঁছে দেন। দীর্ঘদিন ধরে তারা গ্রামের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার দায়িত্ব পালন করছেন এবং তাদের প্রতি সাধারণ মানুষের আস্থা অনেক বেশি। পল্লী চিকিৎসকদের এই ভূমিকা শুধু চিকিৎসা প্রদানে সীমাবদ্ধ নয়, তারা স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা ও মা-শিশুর যত্নের মতো গুরুত্বপূর্ণ কাজেও অবদান রাখছেন।
সরকার যদি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ পল্লী চিকিৎসক তৈরি করতে পারে তবে দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে। সংবাদ প্রকাশঃ ৩১-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন