মুরাদনগরে নিজ এলাকায় সংবর্ধিত হলেন নেত্রকোনার নবাগত ডিসি

নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ফুলেল শুভেচ্ছা জানায় ভূঁতাইল গ্রামের স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ।
সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে ঃ===========
নেত্রকোনার নবাগত জেলা প্রশাসক হিসেবে পদায়ন পাওয়া মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে তার নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরে সংবর্ধনা দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২৫ আগস্ট ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপ-সচিব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে (১৬১১১) নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জেলা প্রশাসক হিসেবে পদায়ন হওয়ায় শুক্রবার দুপুরে মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের ভূঁতাইল নিজ গ্রামের স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান বলেন, ‘কর্মজীবনে আমি সব সময় সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করে এসেছি। জেলা প্রশাসক হিসেবে আমি কুমিল্লা তথা মুরাদনগরবাসীর সম্মান উজ্জ্বল করতে কাজ করব।’ তিনি নতুন দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। কাল রবিবার তিনি নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
মুরাদনগর উপজেলার কামাল্লা উচ্চ বিদ্যালয়ের প্রয়াত বিএসসি শিক্ষক হারুনুর রশিদের সন্তান মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে তিনি প্রথমে ২৬তম বিসিএস-এ শিক্ষা ক্যাডারের প্রভাষক হিসেবে এবং পরবর্তীতে ২৭তম বিসিএস-এ প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হন। জেলা প্রশাসক হওয়ার আগে তিনি উপ-সচিব পদমর্যাদা লাভ করেন।
তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সচিব, বাংলাদেশ জুটমিল কর্পোরেণের মূখ্য পরিচালক, বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক ও জোনাল সেটেলমেন্ট অফিসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সংবাদ প্রকাশঃ ৩০-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন