টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান =রিপোর্টার কক্সবাজার === কক্সবাজারের টেকনাফে বিজিবি’র চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসময় দুই মাদক পাচারকারীকে আটক ও একটি সিএনজি জব্দ করা হয়।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে দমদমিয়া চেকপোস্টে দায়িত্বে থাকা টেকনাফ ২ বিজিবি সদস্যরা এ অভিযান চালান। এসময় কুতুপালং থেকে টেকনাফগামী রেজিস্ট্রেশনবিহীন একটি সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। বিজিবি’র প্রশিক্ষিত কুকুর ‘মেঘলা’ সিএনজির এক যাত্রীর বহনকৃত বস্তায় সংকেত দিলে তল্লাশিতে রাজমিস্ত্রীর সরঞ্জামের নিচে লুকানো ১০ হাজার ইয়াবা পাওয়া যায়।

আটকরা হলো— মোহাম্মদ রফিক (২৯), জামতলি এফডিএমএন ক্যাম্প, উখিয়া এবং আবুল কাশেম (২৬), আলীকদম, বান্দরবান। এসময় সিএনজি চালক পালানোর চেষ্টা করলে তাকেও আটক করে বিজিবি।

জব্দ ইয়াবা, সিএনজি ও আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে। সংবাদ প্রকাশঃ ৩০-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন