আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গুরতর আহত ভিপি নুর; এবি পার্টি কুমিল্লা জেলা ও মহানগরের তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি ==== গতকাল সন্ধ্যায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ কাকরাইলস্থ জাতীয় পার্টির কার্যালয় অতিক্রম করার সময় হামলার শিকার হয়। এতে সংঘর্ষের সুত্রপাত হলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরবর্তীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে আবার মিছিলটি জাতীয় পার্টির কার্যালয় ঘুরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলনের প্রস্তুতিরত অবস্থায় নেতাকর্মীদের উপর নির্বিচার হামলা চালায়। এতে গুরুতর আহত হন ভিপি নুরুল হক নুর সহ প্রায় পঞ্চাশ নেতাকর্মী। ভিপি নুর সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুমিল্লা জেলার আহ্বায়ক মিয়া মোঃ তৌফিক ও মহানগর আব্বায়ক গোলাম মুহা. সামদানী ।
এক বিবৃতিতে কুমিল্লা জেলার আহ্বায়ক বলেন, প্রায় দুই হাজার শহীদ ও বিশ হাজার আহতের রক্তের উপর একটি গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরও দেশের বিভিন্ন বাহিনী আজও ফ্যাসীবাদ মুক্ত হয়নি। আওয়ামী ফ্যাসীবাদের সময়ে এই আইনশৃংখলা বাহিনী যেভাবে একটি দলীয় লাঠিয়াল বাহিনী হিসেবে ভুমিকা রেখেছে এখনও তারা একই কায়দায় ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুর ও তার দলের নেতাকর্মীদের উপর নির্বিচার হামলা চালিয়েছে। নুরুল হক নুর এর উপরে হামলার জবাব দিতেই হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবেই দিতে হবে। নুরুল হক নুর আমাদের সহযোদ্ধা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোগী। গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের উপর এই ধরনের হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।
মহানগর আহ্বায়ক গোলাম মুহা. সামদানী বলেন, আওয়ামী লীগ যেভাবে অপরাধী, তার দোসর বি টিম এবং বৈধতা দানকারী জাতীয় পার্টিও একইভাবে অপরাধী। জাতীয় পার্টিকে বিচারের আওতায় আনতে হবে। প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর ভর করে লীগকে ফিরিয়ে নিয়ে আসা। সেজন্য জাতীয় পার্টির বিষয়ে জিরো টলারেন্সে। ফ্যাসীবাদের অন্যতম দোসর ও গণহত্যাকারীদের সহোযোগী রাজনৈতিক দল হিসেবে অবিলম্বে জাতীয় পার্টির নেতাদের বিচারের আওতায় আনতে হবে এবং দল হিসেবেও জাতীয় পার্টির বিচার করতে হবে। আমি নুরুল হক সহ তার পার্টির নেতাকর্মীদের ওপর বর্বরতম হামলার তীব্র নিন্দা জানাই। এই হামলায় জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। সংবাদ প্রকাশঃ ৩০-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=