পুকুর – খালের ফেটে ভেঙ্গে পড়েছে সড়ক -যান চলাচলে ভোগান্তি- দুর্ভোগ তিন ইউপির ১ লক্ষ মানুষ

সিটিভি নিউজ।। আবদুর রহিম মনোহরগঞ্জ (কুমিল্লা)প্রতিনিধি ================
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার শাহপুর-মড়হ সড়ক সরসপুর ইউনিয়ন – লক্ষণপুর ইউনিয়ন – বাইশগাঁও ইউনিয়ন – হাসনাবাদ – খিলা ইউনিয়ন সহ ৫ টি ইউনিয়নের দুর্ভোগ ১ লক্ষ মানুষের । মনোহরগঞ্জ শাহপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা ও সাহাপুর ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া পুকুর – খালের ফেটে ভেঙ্গে পড়েছে সড়ক। মনোহরগঞ্জ মড়হ, শাহপুর সংযোগ সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে পড়েছে খাল পুকুরে। দীর্ঘদিনের অবহেলা আর সংস্কার না হওয়ায় চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে সড়কটি। যানবাহন, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ মানুষ পড়েছে ব্যাপক ভোগান্তিতে। সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে শাহপুর থেকে মড়হ পর্যন্ত ২ কিলোমিটার সড়ক।এই সড়কটি মনোহরগঞ্জ উপজেলার পুরাতন সড়ক। যার পাশে শাহপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা রয়েছে। এ সড়ক নাথের পেটুয়া -হাসনাবাদ, লক্ষণপুর, মনোহরগঞ্জ আঞ্চলিক সড়কের সঙ্গে সংযুক্ত। এ সড়ক দিয়ে প্রতিদিন ছোট-বড় অসংখ্য যানবাহন চলাচল করে। সড়কের বিভিন্ন অংশে ভেঙ্গে পড়েছে এবং বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। অনেক ঝুঁকি নিয়ে যানবাহনক যেতে হয়। সড়কটির অসংখ্য খানাখন্দে ভরে থাকায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।এই সড়কে অনেক দিন থেকে বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও ছোট যানবাহন চলাচলেও রয়েছে বিরাট সমস্যা। বিশেষ করে রিকশা, ভ্যান কিংবা অটোরিকশার মতো তিন-চাকার যান ব্যবহার কষ্টসাধ্য। সড়ক ভাঙ্গার কারণে বাড়তি ভাড়া আর পণ্য নষ্ট হওয়ায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা ও স্থানীয় বাসিন্দারা।সরেজমিন গিয়ে দেখা যায়, বড় বড় ভাঙ্গা ও খানা-খন্দ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। অটো রিক্সা চালক কামাল হোসেন জানান, এ রাস্তা দিয়েই তাদের চলতে হয়। দুই বছর ধরে সড়ক খাল , পুকুরে ভেঙে পড়েছে অবস্থা খারাপ। সরকারের কাছে আমাদের দাবি যেন সড়কগুলো মেরামত করে দেওয়া হয়।লক্ষণপুর বাজারের ব্যবসায়ী জামাল বলেন – এ সড়কটি একটি জনগুরুত্বপূর্ণ প্রাচীন সড়ক। সড়ক পথে যোগাযোগের জন্য এটা আমাদের একমাত্র সড়ক। গত কয়েক বছর ধরে সড়কটি অবহেলার শিকার। সরু সড়কের কোনো প্রশস্ততা নেই। নেই কোনো সংস্কার। এটি প্রশস্ত করে নতুন করে তৈরি হলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতো।এই সড়কের পাশে রয়েছে শাহপুর ইসলামিয়া ফাযিল মাদরাসা।এতে বর্তমানে প্রায় ৮শতাধীক শিক্ষার্থী অধ্যায়ন করছে। মাদরাসাটির দক্ষিণ পাশে বিশাল ভাঙ্গা ও গর্তের কারণে গাড়ি চলাচল কমে গেছে। বৃষ্টি হলে তো কথাই নেই। ভোগান্তি আরও বাড়ে। শাহপুর ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা অনেক কষ্ট করে প্রতিষ্ঠানে আসছে। এ সড়ক দ্রুত সংস্কার করা উচিত। সড়কটির কর্তৃপক্ষ কেন সড়কের উন্নয়ন কাজ করছে না,তা আমাদের বোধগম্য নয়। এ রাস্তা দেখে মনে হয়, পুকুর। গাড়ি উল্টে আমাদের শিক্ষার্থীসহ অনেকেই আঘাত পেয়েছেন।
মনোহরগঞ্জ উপজেলার (এলজিইডি) প্রকৌশলী শাহ আলম জানান,সড়কটির অনেক নাজুক অবস্থা আমি পরিদর্শনে গিয়েছি।বৃষ্টি এবং পানি কমলে মেরামত করে আমরা চলাচলের উপযোগী করে দিবো।এছাড়াও সড়কটি নতুনভাবে করতে আমরা অর্থ বরাদ্দ চেয়ে প্রকল্প পাঠিয়েছি। সংবাদ প্রকাশঃ ২৮-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=