সেনা অভিযানে ১৮০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসা মোশারফ গ্রেফতার

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশারঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/================
কুমিল্লার দেবীদ্বারে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মোশারফ হোসেন(৪২) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আটক মোশারফ এর বিরুদ্ধে দেবীদ্বারসহ বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা চলমান রয়েছে।
বৃহস্পতিবার(২৮ আগস্ট) দুপুরে তার বিরুদ্ধে দেবীদ্বার থানায় মাদক মামলা রুজু পূর্বক কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বুধবার মধ্যরাত ১টায় দেবীদ্বার সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শরিফুল ইসলাম ফুয়াদ এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ টিম দেবীদ্বার পৌরসভার ৪নং ওয়াার্ড বড়আলমপুর গ্রামে মাদক ব্যবসায়ী মোশারফ এর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এসময় সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বশির উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, মোশারফ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। তার বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন করেও কোনো ভাবে পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। মাঝেমধ্যে পুলিশ ধরে নিয়ে গেলেও আবার এসে পুনরায় ব্যাবসা শুরু করছে। আজ সেনাবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়েছে। আমরা চাই তাকে এমন শাস্তি দেওয়া হোক, সে যেনো ভবিষ্যতে কখনো এই মাদক ব্যবসার সাথে জড়িত না থাকে। সেই সাথে তার সহযোগী অন্যান্যরা যারা আছেন তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়ার জোর দাবি জানান স্থানীয়ারা।
অভিযানে অংশ নেয়া সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বশির উদ্দিন জানান, দেশব্যাপী চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক মোশারফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।
এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, মাদক মামলা রুজু পূর্বক আটক মোশারফ’কে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে দেবীদ্বারসহ বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা চলমান আছে।
এবিএম আতিকুর রহমান বাশার,
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে আটক মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক মোশারফ হোসেন(৪২)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ২৮-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=