বিদ্যালয়ের আঙ্গীনাকে বৃক্ষরোপনের মাধ্যমে অক্সিজেন ফ্যাক্টরীতে পরিনত করতে হবে

সিটিভি নিউজ।। ‘আলাউদ্দিন সরকার ফাউন্ডেশন’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপন
এবিএম আতিকুর রহমান বাশার ঃ দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/
কুমিল্লার দেবীদ্বারে ‘আলাউদ্দি সরকার ফাউন্ডেশন’র উদ্যোগে ৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থীর মাঝে খাতা, কলম এবং ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ ও বিদ্যালয়গুলোর আঙ্গীনায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার বড়শালঘর গ্রামের মোজাফ্ফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী সভায় ওই কর্মসূচী পালিত হয়।
প্রবীণ শিক্ষক আলহাজ¦ মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে এবং মো. সফিউল্লাহ ইউনুস হেলালির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলাউদ্দি সরকার ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা আহবায়ক আলহাজ¦ মাহববুল আলম সরকার, ইঞ্জিনিয়ার তাহসিন আহসান, দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, মোজাফ্ফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা খাতুন ছিদ্দিকা প্রমূখ।
আলোচকরা বলেন, শিশুদের পাঠ্যসূচীর অন্তর্ভূক্ত পাঠক্রম শিক্ষাদানের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাদের মাদক, সন্ত্রাস, মোবাইলসহ নানা অপরাধ থেকে দূরে রাখতে,- স্বাস্থ্য সুরক্ষা, মেধা ও মনন বিকাশে খেলাধূলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডে মনোনিবেশ করতে হবে।
আলোচকরা আরো বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিপর্যয় থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ করে বিশুদ্ধ অক্সিজেন পেতে প্রতিটি বিদ্যালয়ের আঙ্গীনাকে বৃক্ষরোপনের মাধ্যমে অক্সিজেন ফ্যাক্টরীতে পরিনত করতে হবে।
উদ্ভোধনী অনুষ্ঠানে মোজাফ্ফর হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০৭ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বিদ্যালয়ের আঙ্গীনায় বৃক্ষ রোপনের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ও অন্যান্য অতিথিবৃন্দ।

ছবির নক্যাপশনঃ দেবীদ্বার ‘আলাউদ্দি সরকার ফাউন্ডেশন’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন। সংবাদ প্রকাশঃ ২৮-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন