অবৈধ গরু ছাগলের হাট বসিয়ে লালমাইয়ে আজাবপুর গ্রামের নিরাপত্তাহীনতায় দশ শিক্ষা প্রতিষ্ঠান

সিটিভি নিউজ।। সংবাদদাতা জানান ===============
শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন সৃষ্টি করে লালমাই উপজেলার ৮ নং বেলঘর দক্ষিন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজাবপুর গ্রামের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবৈধ গরু ছাগলের হাট বসিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠান গুলোর নিরাপত্তাহীনতায় আছে ছাত্র-ছাত্রীরা । যুক্তিখোলায় ফাজিল ডিগ্রি মাদ্রাসা.যুক্তিখোলায মডেল একাডেমী,যুক্তিখোলায় মডেল হাফিজিয়া নুরানিয়া একাডেমী,যুক্তিখোলায় গাইড প্রাইমারি স্কুল,যুক্তিখোলায় মডেল হাফিজিয়া মাদ্রাসাসহ প্রায় ৮ হাজার শিক্ষার্থী রয়েছেন।জানা যায়,প্রতি সোমবার সাপ্তাহিক অবৈধ গরু ছাগলের হাটের কারনে ভাংগ্ডা বাগমারা রাস্তার পাশে দশটি শিক্ষার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা যাতায়তের পথে রিক্সা অটো সিএনজি জাঙ্গালিয়া হাসানপুর শাহ আলী বাসসহ হোন্ডা চলাচলের সাথে অবৈধ গরু ছাগলের হাট সম্পন্ন ঝুঁকির মধ্যে ছেলেমেয়েরা প্রতিষ্ঠান গুলিতে আসা-যাওয়া করতে হয় ।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি সোমবার আজাবপুর গ্রামের দশটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হাট বসে। সোমবার সকাল থেকে বিক্রির জন্য ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে গরু-ছাগল জড়ো করা হয়। ক্লাস চলা অবস্থায় বিকাল ৫টা পর্যন্ত চলে কেনাবেচা। হাটে আসা লোকজনের কোলাহল, গরু-ছাগলের চিৎকার আর মলমূত্রের গন্ধের মধ্যেই প্রায় তিন ঘণ্টা ক্লাসে অবস্থান করে শিক্ষার্থীরা। এমন সমস্যার মধ্যে পাঠে মনোযোগ বিঘ্নিত হলেও শিক্ষক ও শিক্ষার্থী কিছু বলার সাহস পায় না।
সর্বশেষ সোমবার (২৫ আগস্ট ) দুপুরে হাট চলাকালে বিদ্যালয়ে সামনে গিয়ে দেখা গেছে, মাঠজুড়ে গরু-ছাগলের বেচাকেনা চলছে। মাঠের এক পাশে পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। কোলাহলে পাঠদানে বিঘ্ন ঘটায় বিদ্যালয় ভবনের বারান্দায় দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। এ সময় কথা হয় নবম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। ক্লাস চলাকালে মাঠে গরু-ছাগলের হাট বসায় সমস্যা হচ্ছে জানালেও প্রকাশ্যে কোনও কথা বলতে রাজি হয়নি শিক্ষার্থীরা। নাম প্রকাশ না করার আশ্বাস দিলে কয়েকজন শিক্ষার্থী জানায়, এই গরু-ছাগলের হাটের আমাদের সমস্যা হয়। ক্লাসে মনোযোগ দিতে পারি না। গরু-ছাগলের মলমূত্রের গন্ধে দম বন্ধ হয়ে আসে। কিন্তু কিছু বলার সাহস পাচ্ছি না। অনেকদিন ধরে এভাবে গরু-ছাগলের হাট বসে আসছে। এটা বন্ধ করা দরকার। মনে হচ্ছে এর কোনও সমাধান করার কেউ নেই।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষার্থী বলেন, হাটের কারনে রোববার আমাদের তেমন কোন ক্লাস হয় না। এছাড়াও সোমবার ক্লাসে গেলে গোবরের দুর্গন্ধে পড়ায় মন বসে না। হাটটি অন্যাত্র সরানোর জোড় দাবি করছি।
ওই ১০টি বিদ্যালয়ের একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গরু-ছাগলের হাটি অবৈধ । ইজারাদার ছাড়াই একটি প্রভাবশালীর চক্রের মাধ্যমে চলছে এই গরু-ছাগলের হাট।অভিভাবক ও স্থানীয়রা আপত্তি জানালেও কারও কথা শোনেননি ওই চক্রটি।
এ ব্যাপারে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা বলেন ৮নং বেলঘর দঃ ইউনিয়ন যুক্তিখোলা উত্তর বাজার (আজবপুর) সংলগ্ন গরু-ছাগল হাট জেলা প্রশাসন কর্তৃক কোনো অনুমোদন দেওয়া হয় নাই। সংবাদ প্রকাশঃ ২৬-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন