অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

সিটিভি নিউজ।। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বিএনপির কেউ না। এমন মন্তব্য করেছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন,কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতিসন্তান ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। তিনি ২৬ আগষ্ট বিকেলে কুমিল্লা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বলেন , ১৯৭২ সালে কুমিল্লা পৌর পার্কের মাঠে কুমিল্লার সত্যসেনা নামক একটি শিশু কিশোর সংগঠনের অনুষ্ঠানে কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল জিয়াউর রহমানকে প্রধান অতিথি করে অনুষ্ঠানে এনেছিলেন ব্যরিষ্টার মামুন।সেই থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তার সুসম্পর্ক। এরপর হাইকোর্টের নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে ৪বার আমাকে মনোনয়ন দিয়েছিল। ২০০১ সালে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কুমিল্লা -৫ সংসদীয় আসনে বিএনপির পক্ষথেকে ধানের শীষ প্রতিকে মনোনয়ন দিয়েছিলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে থেকে বিএনপির জন্য অনেক জনহিতকর কাজ করেছেন। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মামলা সমূহ পরিচালনা করেছেন। অপর দিকে আওয়ামীলীগের সাথে ছিল তার বৈরী সম্পর্ক। ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বিগত আওয়ামীলীগ সরকারের দায়ের করা মামলা সমূহে আসামী পক্ষের আইনজীবী ছিলেন। বিশেষ করে জাতীয় চার নেতা হত্যা মামলায় আসামী পক্ষে তিনি আইনী লড়াই করেছেন। নোবেল বিজয়ী ড, মুহম্মদ ইউনুসের পক্ষের আইনজীবী হিসেবে তিনি আদালতে আইনী লড়াই করেছেন। আওয়ামীলীগের সাথে তার সুসম্পর্ক নেই । ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সম্প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনে সংসদীয় এলাকা পূনঃবিন্যাশে আপিল শুনানেীতে আইনজীবী হিসেবে বক্তব্য রেখেছেন। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার বক্তব্য সঠিক নয়। এটি উদ্যেশ্য প্রনোদিত। তার এমন বক্তব্যে বিএনপির নেতাকর্মীসহ অনেকেই মনে কষ্ট পেয়েছেন। সংবাদ প্রকাশঃ ২৬-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন