সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক: ===================
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীন বরণ এবং স্প্রিং ২০২৫ সেমিস্টারে গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগষ্ট মঙ্গলবার কুমিল্লার কোটবাড়ি এলাকায় অবস্থিত সবুজে ঘেরা বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসের অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আইন বিভাগের প্রভাষক নাজমুল হাসান মজুমদার, গীতাপাঠ করেন প্রভাষক প্রান্ত চৌধুরী এবং ত্রিপিটক পাঠ করেন প্রভাষক এনজয় চাকমা। সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীতের পর স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক বিশ্ববিদ্যালয়ের লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে প্রাণবন্ত বক্তব্য রাখেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ শাহ জাহান।

বক্তারা বলেন, শুধু পড়ালেখা করলেই হবেনা, মর্যাদাপূর্ণ ও পরিপূর্ণ মানুষ হতে হবে, দেশ প্রেম থাকতে হবে। ক্যারিয়ারে সফলতার সাথে জীবনের স্বার্থকতা ভাবতে হবে। শিক্ষা এবং জ্ঞান অর্জনে নিজের স্বপ্ন নিজেকেই তৈরি করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। নিজেকে যোগ্য করে তুলতে হবে। আগামির চ্যালেঞ্জ মোকাবেলায় চেষ্টা চালিয়ে যেতে হবে এবং পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের, আইকিউএসির পরিচালক ও ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মনিরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতিখারুল ইসলাম চৌধুরী সিয়াম, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মো. খাইরুল ইসলাম জুমান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান মনির হোসেন, প্রক্টর খাইরুল আনোয়ার রবিন, জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ প্রমুখ।

অনুষ্ঠানের প্রথমার্ধে আলোচনা ও বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। দ্বিতীয়ভাগে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ২৬-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন