সম্পাদকের বুদ্ধিদীপ্ত কৌশলের কারণেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি
সম্পাদকের বুদ্ধিদীপ্ত কৌশলের কারণেই নয়াদিগন্ত পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য দেশ বরেণ্য প্রয়াত সাংবাদিক আলমগীর মহিউদ্দিন স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এই মন্তব্য করেন। গতকাল মঙ্গলবার বিকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব অধ্যক্ষ মাওলানা মোশতাক ফয়েজী। কুমিল্লা জেলা প্রতিনিধি হাবীবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, নায়েবে আমির অধ্যাপক একেএম এমদাদুল হক মামুন, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল,বিশিষ্ট ব্যবসায়ী একেএম লুৎফুর রহমান রিপন। শোকসভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, প্রথম আলো প্রতিনিধি আবদুর রহমান, নয়াদিগন্ত কুমিল্লা জেলার সাবেক প্রতিনিধি সহিদ উল্লাহ মিয়াজী,সিনিয়র সাংবাদিক নেতা সহিদ উল্লাহ,সিটিভি সম্পাদক ওমর ফারুকী তাপস, গোমতী সংবাদের সম্পাদক মোবারক হোসেন, কুমিল্লা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু,বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মহি উদ্দীন মোল্লা, কুমিল্লা আইডিয়েল কলেজের অধ্যক্ষ মহী উদ্দীন লিটন, গাজী টিভির প্রতিনিধি সেলিম মুন্সী, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন,এখন টিভির প্রতিনিধি মাসুদ আলম, কুমিল্লা প্রেস ক্লাবের বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক নেকবর হোসেন, আকাশ টিভির সম্পাদক মহী উদ্দীন আকাশ, সমতট টিভির তৌহিদ হোসেন সরকার, নয়াদিগন্ত দাউদকান্দি প্রাতনিধি হানিফ খাঁন,বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম,নাঙ্গলকোট প্রতিনিধি সাইফুল ইসলাম,বাসসের দেলোয়ার হোসাইন আকাঈদ,সংগ্রামের প্রতিনিধি রেজাউল করিম রাসেল, কুমিল্লা মেইলের জমির আলী সরকার। এসময় দৈনিক নয়াদিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক আলমগীর মহিউদ্দিন স্মরণে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দুটি এসি দেয়ার ঘোষণা দেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ। প্রয়াত সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে কুমিল্লার বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২৬-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন