সিটিভি নিউজ।। মোহাম্মদ ইকবাল হোসেন সিনিয়র স্টাফ রিপোর্টার===============
কুমিল্লার বুড়িচং উপজেলার জগতপুর নাগর যুব উন্নয়ন সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা, জগতপুর নাগর মসজিদ সংলগ্ন মাঠে ২৬ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।প্রথমবারের মতো আয়োজিত এই ফাইনাল খেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন জগতপুর গাজী ফুটবল একাদশ বনাম মাঝিবাড়ি ফ্রেন্ডস ক্লাব।মাঝিবাড়ি ফ্রেন্ডস ক্লাব ট্রাইবেকারে ৩-২ গোলে গাজী একাদ্বশকে পরাজিত করে।ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কার গ্রহণ করেন এম রাকিব।
প্রধান অতিথি উপস্থিত ছিলেন সাবেক সদস্য সচিব,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির হাজী জসীম উদ্দিন,প্রধান মেহমান উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমান চেয়ারম্যান।
আব্দুল মাজেদ মেম্বারের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন,যুগ্ন সম্পাদক মোঃ কামাল হোসেন,সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল,সিনিয়র সহ সভাপতি আবদুর রহিম,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ মেম্বার,সাধারণ সম্পাদক লতিফ মেম্বার,যুবদলের সদস্য সচিব জাবেদ কাউছার সবুজ,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন,বিআরডিবি চেয়ারম্যান কবির হোসেন ভূইয়া,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হামজা অরুণ,উপজেলা বিএনপির আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ হাজী সোহেল।
ইন্জিনিয়ার ইমন নাগরের সন্ঞ্চালনায় উপজেলা যুবদলের সদস্য মোস্তফা কামালের পরিচালনায় ধারাভাষ্যকার আরএ মিডিয়ার রাসেল,সানি মিডিয়া,এম কামালের প্রচারণায় আরও উপস্থিত ছিলেন রেফারি ইকবাল মাস্টার,বুড়িচং স্বাস্হ্য কমপ্লেক্সের দেলোয়ার,যুবদল নেতা আমিনুর রহমান বাবু,শামীম প্রমুখ।
মাঠে উৎসবের আমেজ,
ফাইনালকে ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। সমর্থকরা দলকে উৎসাহ দিতে ব্যানার, পোস্টার, পতাকা ও ঢাক-ঢোল নিয়ে মাঠে এসেছেন। আয়োজকরা জানিয়েছেন, ফাইনালের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে উৎসবমুখর পরিবেশ ও শৃঙ্খলা বজায় রক্ষার্থে নাগর স্বেচ্ছাসেবক কমিটির সদস্যরা কাজ করেছেন । সংবাদ প্রকাশঃ ২৬-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=