সিটিভি নিউজ।। প্রেসবিজ্ঞপ্তি।। গত ২২ & ২৩ আগস্ট ঢাকা মিরপুরে সম্পন্ন হলো ৯ম সিতোরিউ ওপেন কারাতে দো চ্যাম্পিয়নশিপ ২০২৫ইং।
উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(BKSP) সহ বিভিন্ন ক্লাব হতে প্রায় ১০০০ কারাতে ক্লাব অংশগ্রহণ করে।
কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের ২৫ সদস্য বিশিষ্ট দল অংশগ্রহণ করে কাতা ও কুমিতে ইভেন্টে অসাধারণ সাফল্য অর্জন করেছে এবং তারা কাতা ও কুমিতে ইভেন্টে সর্বমোট ১৩ টি গোল্ড,১৬ টি সিলভার এবং ১৬টি ব্রোঞ্জ মেডেল অর্জন করেন।
পদকপ্রাপ্তরা হলেন-
তায়েবা আলম সিজদা-কুমিতে ব্রোঞ্জ-কাতা সিলভার
তাসপিয়া- কুমিতে ব্রোঞ্জ-কাতা সিলভার
আয়ান-কাতা সিলভার-কুমিতে গোল্ড
আবরার মুনতাসীর রোহান- কাতা গোল্ড-কুমিতে গোল্ড
বায়েজিদ সামির- কুমিতে ব্রোঞ্জ-কাতা সিলভার
আবিদ পাটোয়ারী-কুমিতে সিলভার-কাতা গোল্ড
রাফি-কুমিতে গোল্ড-কাতা গোল্ড এবং সেরাদের সেরা কুমিতে ইভেন্টে সিলভার
রাহি-কাতা গোল্ড
মাহমুদ-কাতা গোল্ড
রিদা জামান-কাতা ব্রোঞ্জ
তাহসিনা আহমেদ ইউশা- কুমিতে সিলভার-কাতা গোল্ড
মোঃ মুনতাসির আলম-কুমিতে গোল্ড
জালাল উদ্দিন আকবর- কুমিতে গোল্ড-কাতা ব্রোঞ্জ
লাবিব হাসান- কুমিতে সিলভার-কাতা ব্রোঞ্জ
নওরিদ ইসলাম- কুমিতে সিলভার-কাতা ব্রোঞ্জ
রিহান মুনতাসীর -কুমিতে গোল্ড-কাতা সিলভার
শাহরিয়ার আমান- কুমিতে ব্রোঞ্জ-কাতা সিলভার
তাসবিহ-কাতা সিলভার
মেহেরুন সুলতানা ইমি- কুমিতে ব্রোঞ্জ- কাতা ব্রোঞ্জ
নাবিহা-কুমিতে ব্রোঞ্জ- কাতা সিলভার
রাইহাতুল জান্নাত- কুমিতে ব্রোঞ্জ-কাতা ব্রোঞ্জ
রিফাহ নানজিবাহ- কুমিতে ব্রোঞ্জ-কাতা ব্রোঞ্জ
সানজিলা তানাজ- কুমিতে সিলভার -কাতা ব্রোঞ্জ
শাহারিয়ার আলম নূর(আদর)- কুমিতে গোল্ড-কাতা ব্রোঞ্জ
পলি আক্তার খুশি- কুমিতে গোল্ড-কাতা ব্রোঞ্জ
জাতীয় কারাতে প্রতিযোগিতা সহ ফেডারেশনের অনুষ্ঠিত সকল কারাতে প্রতিযোগিতায় আমাদের বর্তমান প্রশিক্ষকবৃন্দ এবং সিনিয়র কারাতেকাদের অনেকে পদক অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা চলমান।
আমাদের নবীন কারাতেকাগণও সেই গৌরবময় ঐতিহ্যের যথার্থ ধারক ও বাহক হিসেবে নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাদের হাত ধরে অতীতের মতোই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনের মাধ্যমে কুমিল্লা তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করবে এবং এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে।
তাদের এই অসাধারণ সাফল্যে কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের সভাপতি তরিকুল ইসলাম মজুমদার ,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রকিব , সহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রধান প্রশিক্ষক ও সহকারী প্রশিক্ষকবৃন্দ ও কুমিল্লা জেলা কারাতে এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক গাজী মামুন হুদা মামুন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সংবাদ প্রকাশঃ ২৫-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com