চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম রিপোর্টার: কুমিল্লার চৌদ্দগ্রামে বিষধর সাপের কামড়ে মো. ফারহান রিয়াজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রিয়াজ উপজেলার গুনবতী ইউনিয়নের রাজভল্লবপুর গ্রামের উত্তরপাড়ার মো. ইউছুফ মিয়ার ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত অনুমান সাড়ে নয়টায় একই ইউনিয়নের রাজভল্লবপুর গ্রামে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারহান রিয়াজ গত শনিবার বিকাল সাড়ে ৪টার সময় বাড়ির পাশে জলাশয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরার জন্য ঘর থেকে বের হয়। রাত নয়টা বেজে গেলেও ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির একপর্যায়ে ওইদিন রাত সাড়ে ৯টায় রিয়াজকে বাড়ির পাশের একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকজন তাকে দ্রুত গুনবতী বাজারস্থ ‘অলি আহম্মেদ ডায়াগনস্টিক সেন্টার’ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাতেই সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের বাড়িতে নেমে আসে শোকের ছায়া।

এ ব্যাপারে ‘অলি আহম্মেদ ডায়াগনস্টিক সেন্টার’ এর বিশেষজ্ঞ চিকিৎসক মো. মঞ্জুর আহম্মেদ সাকি জানান, শনিবার রাতে সাপে কাটা একজন রোগিকে তার স্বজনরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন ধরণের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

নিহতের বড় ভাই মো: রুবেল জানান, রোববার বিকাল ৪টার সময় কারেন্ট জাল বসানোর জন্য আমার ভাই বাড়ি থেকে বের হয়। পরে রাত বেশি হওয়ায় রিয়াজ ঘরে ফিরে না আসায় আমরা তাকে খোঁজার জন্য বের হই। পরে বাড়ির পাশের জমিতে গিয়ে দেখি তার নিথর পরে আছে। তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গুনবতী বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সংবাদ প্রকাশঃ ২৪-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন