একদিনের সফরে ইলিশের দেশ চাঁদপুরে

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার:সংবাদদাতা জানান ======নদীর টাটকা ইলিশের স্বাদ নিতে অথবা একটা দিন নিজেদের মতো করে কাটাতে চাইলে চলে যেতে পারেন চাঁদপুরে।
একদিনের ভ্রমণ হিসেবে চাঁদপুর বেশ আরামদায়ক ও উপভোগ্য। বিশেষ করে পরিবারের সবাই কিংবা বন্ধুবান্ধব মিলে চাঁদপুর যাওয়ার মজাই আলাদা। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মিলনস্থলে অবস্থিত চাঁদপুর জেলা।
অপরূপ সৌন্দর্যের এদেশটির প্রকৃতি বিভিন্ন রূপে সাজে,যা অবলোকনে ভ্রমণ আদর্শ পন্থা। ভ্রমণ হলো একটি সমৃদ্ধ অভিজ্ঞতা। ভ্রমণে মানুষ বিভিন্ন মানুষ সম্পর্কে জানতে পারে, নতুন নতুন সংস্কৃতি ও সমাজের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা যায়। ভ্রমণের মাধ্যমে জীবনের নানা রং ও স্বাদ অনুভব করা যায়। মূলত ভ্রমণ মানুষকে জীবনের প্রতি নতুন দিক দেখানোর সাহস দেয়। বাংলাদেশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও পরিবেশ মানুষের মন ও মস্তিষ্কে অবিস্মরণীয় ছাপ রেখে যায়। তাই বন্ধুদের সঙ্গে আলাপ করে মেঘনার পারে বেড়ানোর সিদ্ধান্ত নিই। আমাদের গন্তব্য ইলিশপ্রিয় ভোজন রসিকদের শহর চাঁদপুর। সবাই নীল আকাশে মেঘের খেলা, দূরে গ্রাম ও জেলেদের জীবনচিত্রও দেখতে পাই। একসময় এসে পড়ি চাঁদপুরে। বড় স্টেশনে পৌঁছে মেঘনার বুকে তাকিয়ে কিছু সময়ের জন্য যেন হারিয়ে যাই অজানায়।

এখানে দেখা মেলে তিন নদীর সঙ্গমস্থল। যেখানে আপনি দেখতে পাবেন ইলিশের ভাস্কর্য ও শিশুদের বিনোদনের ব্যবস্থা। সামনে এগিয়ে গেলে চোখে পড়বে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। ভেতরে চোখ যতদূর যাবে, সবুজ গাছপালা আর বড় বড় গাছের ফাঁক বেয়ে গায়ে পড়ছে সূর্যের রশ্মি। মোহনার কোলঘেঁষে বসার জন্য ইট-পাথরের বেঞ্চ আছে, চাইলে আপনি তীরে বসেও সারা দিন কাটাতে পারেন। এখানে পার করা সময়টুকুতে ক্লান্তি আপনাকে ছোঁবে না, বরং জিভে জল আনা কিছু খাবারের স্বাদ নিতে পারবেন। নিজ চোখে দেখতে পেয়েছি বিচিত্র সব মানুষের উপস্থিতি। এসবকিছুই আমাদের মুগ্ধ করেছে। আমরা সেখানে বেশ ভালোই সময় কাটিয়েছি। চলে আসি হরিণা ফেরি ঘাটে। সেখানে এসে বড় দেখে তিনটা ইলিশ কিনলাম।তারপর ইলিশ ভাজা,ইলিশের ভর্তা,বেগুন ভাজা দিয়ে ভাত খাই। তারপর নৌকা দিয়ে চরে গিয়ে জাল দিয়ে মাছ ধরি,ফুটবল খেলি। চলতি পথে বিকালের আকাশে একঝাঁক পাখির ওড়াউড়ি চোখে পড়ে।
নদীতে ঢেউয়ের তালে তালে নৌকা ভ্রমনটা ছিল ভয় ও আনন্দের।

এ রোমাঞ্চকর ভ্রমণে আমাদের সাথে ছিল কুমিল্লা নাভানা হসপিটালের চেয়ারম্যান শ্রীধাম চন্দ্র ভৌমিক, ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা, সোহেল রানা, আলমগীর হোসাইন, অর্থ পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবদুল আউয়াল সরকার, সমন্নয়ক মোঃ মনিরুল ইসলাম, নির্বাহী পরিচালক মোঃ কবির আহমেদ,হাবিবুর রহমান,মোঃ মিজানুর রহমান, মোঃ আবদুল কাদের,এমরান হোসেন ভূইয়া,আলমগীর খান। এরপর মাছবাজার থেকে যে যার মত মাছ কিনে আমরা আবার ফেরার পথ ধরি। এ যাত্রায় সবকিছুই ছিল উপভোগ্য। সারা দিন ঘুরে বেড়িয়ে আমাদের ক্লান্তি আসেনি বললেই চলে।

পরিশেষে একটি পরামর্শ, ভ্রমণকালে যে কোনো পরিস্থিতিতে মানুষের প্রতিযোগী না হয়ে সহযোগী হলেই ভ্রমণ সার্থক হয়। সংবাদ প্রকাশঃ ২৪-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন