দেবীদ্বারে অবসরজনিত বিদায় সংবর্ধনায় শিক্ষককে ফুলসজ্জিত গাড়িতে বাড়িতে পৌঁছে দিল শিক্ষার্থীরা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=================
কুমিল্লার দেবীদ্বার উপজেলার উজানীজোড়া মাদরাসার প্রবীণ শিক্ষক মাওলানা ক্বারী আব্দুর রহমান এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অর্ধশত বছর মাদ্রাসায় শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন ওই গুণী শিক্ষক।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে উজানীজোড়া মাদরাসা প্রাঙ্গনে শিক্ষককে বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রবীণ এ শিক্ষক মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন থেকে শিক্ষকতায় কর্মজীবন শেষে অবসরে যাওয়ায় শিক্ষককে সম্মাননা ক্রেস্ট, হরেক রকম উপহার সামগ্রী প্রদান শেষে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানিয়ে ফুলসজ্জিত গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
তিনি ১৯৭১ সাল থেকে শিক্ষকতা শুরু করে ২০২৫ সাল পর্যন্ত ৪ যুগেরও অধিক সময় ধরে কর্ম জীবন শেষ করে অবসরে যান।
অনুষ্ঠানের আয়োজকরা বলেন, দীর্ঘ সময়ে গুণী এ শিক্ষকের আন্তরিক প্রচেষ্টায় অত্র এলাকায় দ্বীনি শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। মানুষের মত মানুষ হয়েছে হাজার হাজার শিক্ষার্থী। আর সে কারণে গুণী ওই শিক্ষককে স্মরণীয় করতে আয়োজন করা হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের।
মাদ্রাসার প্রাক্তণ শিক্ষার্থী ছাদেকুর রহমান ও মামুন খন্দকারের সঞ্চালনায় এবং আব্দুল সাত্তার খন্দকারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তাজুল ইসলাম খন্দকার।
বিদায়ী শিক্ষকের কর্মময় জীবন সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, মিজানুর রহমান মাস্টার, আব্দুল কুদ্দুস, আজিজ খন্দকার, আতিকুর রহমান, শাহ মোঃ মমিন মুন্সি, এবিএম ইকরামুল বারী।
এ সময় উপস্থিত ছিলেন ফয়সাল খন্দকার, সিয়াম খন্দকার, জুয়েল খন্দকার, আলমগীর হোসেন গাজী, নুরুল ইসলাম সওদাগরসহ প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আলোচনা শেষে অশ্রুসিক্ত নয়নে গাড়িতে করে বিদায় জানানো হয় প্রবীণ এ শিক্ষককে।

ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে অবসরজনিত বিদায় সংবর্ধনা জানিয়ে শিক্ষককে ফুলসজ্জিত গাড়িতে বাড়িতে পৌঁছে দিল শিক্ষার্থীরা এর চিত্র। সংবাদ প্রকাশঃ ২৩-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন