সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চল দেওভোগ, মাসদাইর, খানপুর, তল্লা, টানবাজার এলাকায় অসংখ্য রোগী কেউ চিকনগুনিয়া, ডেঙ্গু বা ভাইরাস জ্বরে আক্রান্ত। এর মাঝে এটি দুঃখজনক যে অনেক প্রাণ এই জ্বরে ঝরে গেছে। কিন্তু দুঃখের বিষয় এই জ্বরের মহামারির বিষয়ে যেটি দায়ী সেটি হল মশা। মশার মাধ্যমে এগুলো প্রতিটি ঘরে ঘরে বিস্তার করছে। দীর্ঘদিন এ শহরে মশক নিধন কর্মসূচি আমাদের চোখে পড়েনি।
শনিবার (২৩ আগষ্ট) বেলা ১১টায় ডেঙ্গু, চিকনগুনিয়া ও ভাইরাস জ্বর রোধে দ্রুত মশক নিধন কার্যক্রম পরিচালনার আবেদন জানিয়ে পরিবেশবাসী মানবিক সংগঠন নির্ভিকের আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আমরা জেনেছি সিটি করপোরেশনে মশক নিধনের বাজেট থাকলেও ইউনিয়ন পরিষদে মশক নিধনের কোন বাজেট নেই। এটি অত্যন্ত দুঃখজনক। সিটি করপোরেশনের বাজেট থাকার পরেও তারা মশক নিধন করছে না। এটা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমরা আবেদন জানাবো সিটি করপোরেশন যেন মশক নিধন ও বর্জ্য অপসারণ কার্যক্রম চালায়। এগুলো মশার উপদ্রব বৃদ্ধির অন্যতম কারণ।
তিনি বলেন, আমাদের ড্রেনগুলো সচল না। নারায়ণগঞ্জের বদ্ধ ড্রেন এবং ড্রেন সংস্কারের কাজ যেভাবে দীর্ঘায়িত করা হচ্ছে তা কোন ভাবেই মেনে নেয়া যায় না। আমি অনুরোধ করবো ড্রেনগুলো পরিচ্ছন্ন করুন ও মশার উৎপত্তিস্থলগুলো ধ্বংস করুন।
এসময় আরও উপস্থিত ছিলেন শাহীন, নাফিসা আক্তার, সাগর, আক্তার হোসেন, রবি আল হায়দারী, মোঃ তৌহিদ পারভেজ সাগর। সংবাদ প্রকাশঃ ২৩-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com