দেবীদ্বার ঃ সত্য প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=======
সত্য প্রকাশে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনে বিচক্ষণ হতে হবে। কারন সাংবাদিকরা জাতির বিবেক, গনতন্ত্রের চোখ।
কুমিল্লার দেবীদ্বারে শনিবার (২৩ আগস্ট) দুপুরে স্থানীয় ‘ডায়না রেস্তোরায়’ আয়োজিত ‘গৌরব- ঐতিহ্য- সংগ্রাম’র শাশ^ত প্রতীক ‘দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব’র ৪৫ বছর পূর্তী উদযাপন প্রস্তুতি পরিষদের পরিচিতি সভা ও উপজেলা সহকারী কুমিশনার (ভূমি) এবং দেবীদ্বার পৌর প্রশাসক মো. রায়হানুল ইসলাম’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ওই বক্তব্য দেন।
তিনি আরো বলেন, সাংবাদিকদের অনৈক্য, বিভক্তি, আপোষকামী ও রাজনৈতিক লেজুরবৃত্তির কারনে সাংবাদিকদের সাংবাকিতা অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হচ্ছে। দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের ‘ঐতিহ্য- সংগ্রাম’র পথ চলা ৪৫ বছর পূর্তী স্থানীয় সাংবাদিকদের সাংবাদিকতা নিসন্দেহে গৌরবের।
দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার’র সভাপতিত্বে এবং আব্দুল আউয়াল ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আহসান পারভেজ খোকন। বিদায়ী সংবর্ধিত উপজেলা সহকারী কুমিশনার (ভূমি) এবং দেবীদ্বার পৌর প্রশাসক মো. রায়হানুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন দেবীদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক আবু হানিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, মো. ছিদ্দিকুর রহমান আমিন, ইঞ্জিনিয়ার মাহবুব আলম ভূইয়া প্রমূখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো. ময়নাল হোসেন, আক্তার হোসেন, এটিএম সাইফুল ইসলাম মাসুম, শফিউল আলম রাজীব প্রমূখ।
আলোচনা শেষে ২০২৬ সালের জানুয়ারী মাসকে সামনে রেখে এবিএম আতিকুর রহমান বাশারকে আহবায়ক ও মো. এনামুল হককে সদস্য সচিব করে ২৭ সদস্যের ‘দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব’র ৪৫ বছর পূর্তী উদযাপন প্রস্তুতি কমিটি ও বিভিন্ন উপকমিটির পরিচিতি তুলে ধরেন। সভায় প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।

ছবির ক্যাপশনঃ বক্তব্য রাখছেন অনুষ্ঠানের প্রধান অতিথি দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁন ও বিদয়ী অতিথি এসিল্যান্ড মো. রায়হানুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট দেয়ার ছবি। সংবাদ প্রকাশঃ ২৩-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন