ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল সিএনজি যাত্রীর: আহত-৪

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ==============
কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর বাস ষ্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী এক যাত্রী নিহত ও চালকসহ ৪ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে মারাত্মক আহত সিএনজি চালক আবুল কাসেম(৫৫)কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
অজ্ঞাত এক মহিলাসহ বাকী ৩ জনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
নিহত ব্যাক্তি আব্দুল ওয়াহেদ সরকার(৭০) দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের সরকার বাড়ির মৃত আব্দুল গনি সরকারের পুত্র। পেশায় তিনি একজন টিউবয়েল মিকানিক্স ছিলেন।
আহতরা হলেন, সিএনজি চালক আবুল কাসেম(৫৫) দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের মৃতঃ আব্দর রহমানের পুত্র। দেবীদ্বার মাসুয়াবাদ গ্রামের ছিদ্দিকুর রহমানের পুত্র নাঈম(২৬) ও ছোট আলমপুর গ্রামের আব্দুল করিম সরকারের পুত্র তাহসিন(১৮) এবং অজ্ঞাত মহিলা (৪০)।
আহত সিএনজি যাত্রী তাহসিন জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) সিএনজি যোগে কংশনগর থেকে দেবীদ্বার আসার পথে সন্ধ্যা ৬ টায় চরবাকর বাস ষ্ট্যান্ডে আসার পর একটি কুকুর রাস্তা পারাপারের সময় সাইড দিতে যেয়ে কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এসময় চালকসহ ৫ যাত্রীই আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং চালককে কুমেক হাসপাতালে রেফার করেন।
এ ব্যপারে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. ইব্রাহীম বলেন, জরুরী বিভাগে আনা সড়ক দূর্ঘটনায় আহত ৫ জন রোগীর মধ্যে একজন মৃত অবস্থায় নিয়ে আসেন। বাকীদের মধ্যে একজনকে কুমেক হাসপাতালে প্রেরন করেছি।
এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনিসুর রহমান বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় জানান, সংবাদ পেয়ে হাসপাতাল এসে জানতে পারি নিহত ব্যাক্তিকে তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। আমরা তার বাড়িতে যাচ্ছি, পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেব।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে সড়ক দূর্ঘটনায় নিহত ওয়াহেদ সরকারের ছবি ও রাতে কুমেক হাসপাতালে স্থানান্তরিত করা আহত সিএনজি চালক আবুল কাসেম(৫৫)র ছবি।
সংবাদ প্রকাশঃ ২২-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=