সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, কুমিল্লা সংবাদদাতা জানান ===: কুমিল্লার চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় “হাসু সুইটস এন্ড রেস্টুরেন্ট” সহ আরো ৬ প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লক্ষাধিক (৩ লাখ ২৬ হাজার) টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেনের নেতৃত্বে উপজেলার গুনবতী ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। অভিযানে চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, গুনবতী ইউপি’র প্যানেল চেয়ারম্যান, চৌদ্দগ্রাম থানা পুলিশ, ইউএনও এর নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের পৃথক দু’টি চৌকশ টিম, গুনবতী ইউনিয়ন গ্রাম পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। এ সময় বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীবৃন্দ সহ বাজারে আসা উৎসুক জনতা উপস্থিত ছিলো।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন উপজেলার গুনবতী ইউনিয়নের গুনবতী বাজারে মঙ্গলবার বিকালে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিাযানকালে অত্যন্ত নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে গরুর কাঁচা মাংশ, গরুর পায়া, মুরগির গিলা-কলিজা, রান্না করা গরুর মাংশ, দীর্ঘদিন পূর্বে বøান্ডার করা মসলা (আদা), প্রক্রিয়াজাত করা দুধের স্বর ও পুরনো মিষ্টি ফ্রিজে সংরক্ষিত করে রাখা সহ নিজ কাজে অবহেলা, দায়িত্বহীনতা বা অসর্তকতা দ্বারা ভোক্তাদের অর্থ বিনষ্ট, জনস্বাস্থ্য বা জীবনহানী ঘটানোর কার্যক্রম সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় গুনবতী বাজারস্থ “হাসু সুইটস এন্ড রেস্টুরেন্ট” কে মোট ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। এ সময় হাসু হোটেল থেকে ৩ কেজি গরুর কাঁচা মাংশ, ২ কেজি ৮০০ গ্রাম গরুর কাঁচা পায়া, ৮০০ গ্রাম রক্তাক্ত মুরগির গিলা-কলিজা, ৪৯ কেজি পুরনো মিষ্টি ও কয়েক কেজি দুধের স্বর জব্দ করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় জব্দকৃত গরুর মাংশ-পায়া ও মুরগির গিলা-কলিজা স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত মিষ্টি ও দুধের স্বর স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় স্থানীয় একটি পুকুরে মাছের খাবার হিসেবে ধ্বংশ করার নির্দেশ দেওয়া হয় এবং বাস্তবায়নপূর্বক ভিডিও ধারণ করা হয়।
এছাড়াও অভিযানে গুনবতী বাজারের ৫টি মুটি দোকানে দৃশ্যমান স্থানে পণ্য মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে এবং ১টি মুদি দোকানে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে কৃত্রিম মোড়ক দ্বারা ওজনকৃত চাল মোড়কজাতকরণ, বিক্রয় ও বিতরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিকার আইন, ২০০৯ মোতাবেক উল্লেখিত ৬ প্রতিষ্ঠানকে বিভিন্ন পরিমানে জরিমানা সহ মোট ২৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও তাৎক্ষণিক তা আদায় করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন। সংবাদ প্রকাশঃ ২০-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com