কুমেক হাসপাতালে রোগী রেখে ফেরার পথে সড়কে প্রাণ গেল সিএনজি চালকের

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/=========
কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে ট্রাক- সিএনজি মুখমূখী সংঘর্ষে প্রাণ গেল মনির হোসেন(৩৯) নামে এক সিএনজি চালকের।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত ভোর রাত সাড়ে ৪টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায়।
নিহত মনির হোসেন(৩৯) মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানাধীন মোহাম্মদপুর গ্রামের ফয়েজ আলী বাড়ির মজিদ মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাতে সিএনজি চালক তার প্রতিবেশী এক মুমূর্ষ রোগী নিয়ে কুমেক হাসপাতালে ভর্তি করিয়ে ফেরার পথে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ছগুরা এলাকায় আসার পর কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক- কোম্পানীগঞ্জগামী সিএনজিকে ধাক্কা মেরে পাশর্^বর্তী জমিতে আছড়ে পড়ে। এসময় সিএনজি চালক মনির হোসেন(৩৯) ও রোগীর স্বজন কাউছার আহমেদ(২৫) মারাত্মক আহত হন। আহততদের দ্রুত কুমেক হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে মনির হোসেনকে আশংকাজক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দাউদকান্দি এলাকায় আজ বুধবার (২০ আগস্ট) সকালে নিহত হন।
এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশ ইনচার্জ পারভেজ আলী জানান, গত রাত (১৯ আগস্ট) ৪টা ২০ মিঃ দূর্ঘটনাটি ঘটে, আজ (২০ আগস্ট) আহত মনির হোসেনকে ঢামেক হাসপাতালে নেয়ার পথে সকালে মারা যান। এ ব্যপারে মামলা হয়েছে, দুর্ঘটনায় কবলিত ট্রাক ও সিএনজি আমাদের হেফাজতে আছে।
ছবির ক্যাপশনঃ কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বারে ট্রাক- সিএনজি মুখমূখী সংঘর্ষে নিয়ন্ত্রণ হাড়িয়ে পাশর্^বতী জমিতে আচড়েপড়া মালবাহী ট্রাক। সংবাদ প্রকাশঃ ২০-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=