মুরাদনগরে সড়ক সৌন্দর্য বর্ধন কর্মসূচি ও পরিষ্কারের পর গাছ লাগানোর উদ্যোগ

সিটিভি নিউজ।। এম ফয়জুল ইসলাম ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ==========
কুমিল্লার মুরাদনগরে ভূবনঘর হতে পরমতলা মাদ্রাসা পর্যন্ত সড়কের দু’পাশে আগাছা পরিষ্কার ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) ১৬নং ধামঘর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. অলিউল্লাহ, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা নাইম সরকার, ইউপি সদস্য আ. রশিদ ও গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনকালে ইউএনও মো. আবদুর রহমান বলেন,
“পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ শুধু নান্দনিকতার জন্য নয়, সুস্থ ও স্বাস্থ্যকর জীবনের জন্যও অপরিহার্য। আগাছা পরিষ্কার ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে মানুষ যেমন নির্বিঘ্নে চলাচল করতে পারবে, তেমনি পরিবেশও হবে বাসযোগ্য। এ কাজে স্থানীয় জনগণের অংশগ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
সভাপতির বক্তব্যে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. অলিউল্লাহ বলেন,
“আমরা চাই ধামঘর ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন ও আদর্শ এলাকায় পরিণত করতে। সড়কের দু’পাশে নিয়মিতভাবে সৌন্দর্য বর্ধন ও পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতার পর সড়কের দু’পাশে গাছ লাগানো হবে, যাতে রাস্তার সৌন্দর্যের সাথে সাথে পরিবেশও সবুজ ও শীতল থাকে। একইসঙ্গে এলাকার খালগুলো থেকেও কচুরিপানা অপসারণ ও নিধনের ব্যবস্থা নেওয়া হবে, যাতে পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকে এবং জলাবদ্ধতা দূর হয়। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতাই হবে আমাদের প্রধান শক্তি।”
স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে শুরু হওয়া এই কর্মসূচি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানিয়েছেন, এ কর্মসূচি ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে। সংবাদ প্রকাশঃ ১৯-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=