কুমিল্লায় শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি=====
১৬ আগস্ট শনিবার নানা আয়োজন এবং উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয় শ্রীকৃষ্ণের জন্মতিথি ও জন্মাষ্টমী। দিবসটি উপলক্ষ্যে সকালে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছি। পরে সন্ধ্যায় নগরীর মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে শ্রীমদভগবদগীতা পাঠ, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা শেষে ভক্তিমূলক সংগীতানুষ্ঠান ও শ্রীকৃষ্ণের পূজা। সবশেষে অনুষ্ঠানে আগত ভক্ত-শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন।
এতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক শ্রী শ্যামল কৃষ্ণ সাহার সভাপতিত্বে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাপস কুমার বকসী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার প্রমুখ।
অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন- মুরাদনগর শ্রীকাইল ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক শ্যামা প্রসাদ ভট্টাচার্য ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার সাধারণ সম্পাদক রূপচন্দ্র দাশ ব্রহ্মচারী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব অচিন্ত্য দাশ টিটু ও স্বাগত বক্তব্য রাখেন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব দীলিপ কুমার নাগ কানাই। এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ রেজাউল কাইয়ুম ও সদস্য সচিব মোঃ শফিউল আলম রায়হান, আদর্শ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ওমর ফারুক সহ সনাতন ধর্মাবলম্বী হাজারো নর-নারী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- ডাঃ বনশ্রী সাহা।
এরআগে সকালবেলা নগরীর রাণীর বাজার রোডস্থ শ্রী শ্রী রাসস্থলীতে মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালীটি শ্রী শ্রী রাসস্থলী হতে বের হয়ে কান্দিরপাড়, মনোহরপুর, ছাতিপট্টি, চকবাজার হয়ে জগন্নাথপুর শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরে এসে শেষ হয়। এসময় সনাতন ধর্মাবলম্বী নর-নারীর উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক শ্যামল কৃষ্ণ সাহা’র সভাপতিত্বে সদস্য সচিব দীলিপ কুমার নাগ কানাই এর সঞ্চালনায় মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন- শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির যুগ্ম-আহবায়ক অচিন্ত্য দাশ টিটু এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন- শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক সঞ্জিত দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার সহ সনাতনী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ওই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন- আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লা, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা মহানগর শাখা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখা, মহেশাঙ্গণ লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘ, ত্রিশূল গীতা শিক্ষালয়, জাগো হিন্দু পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোট, কুমিল্লা জেলা ও মহানগর শাখা, বাংলাদেশ সেবাশ্রম কুমিল্লা মেডিসিন কমপ্লেক্স ও শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ রেসকোর্স কুমিল্লাসহ সনাতনী বিভিন্ন সংগঠন। সংবাদ প্রকাশঃ ১৭-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন