মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাপ্পুকে আকুবপুর ইউনিয়নের প্রশাসক নিয়োগ

সিটিভি নিউজ।। বিল্লাল হোসেন, মুরাদনগর থেকে সংবাদদাতা ===
কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃষি কর্মকর্তা পাভেল খাঁন পাপ্পুকে ২নং আকুবপুর ইউনিয়ন পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক আমিরুল কায়সার স্বাক্ষরিত এক আদেশে বৃহস্পতিবার এই নিয়োগসহ একই সাথে তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়েছে।
এই নিয়োগের কারণ হিসেবে আদেশে বলা হয়েছে, ইউনিয়নটিতে সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। ভবিষ্যতে যেন এমন কোনো অনাকাঙিক্ষত ঘটনা না ঘটে এবং পরিষদের স্বাভাবিক কার্যক্রম যেন বজায় থাকে, সেজন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে মামলা সংক্রান্ত জটিলতার কারণে চেয়ারম্যান শিমুল বিল্লাল পলাতক থাকায় প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। এ নিয়ে এলাকায় তার পক্ষে ও বিপক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছিল। সরকারিভাবে এই প্রশাসক নিয়োগের মাধ্যমে সেই বিতর্কের অবসান হয়েছে।
নিয়োগ পাওয়ার পর পাভেল খাঁন পাপ্পু বলেন, তিনি আইন ও বিধি অনুযায়ী আকুবপুর ইউনিয়নের সাধারণ মানুষের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। সংবাদ প্রকাশঃ ১৬-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন