বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া ও মিলাদ

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি=============
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক মহীয়সী নারী। রাজনীতিতে নীতির প্রশ্নে দৃঢ়তা, গণমানুষের অধিকার আদায়ে আপসহীনতা, কথাবার্তায় শালীনতাবোধ, মার্জিত আচরণ, অনমনীয়তা এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর আত্মত্যাগের সংমিশ্রণে শক্তিশালী রাজনৈতিক চরিত্রের অধিকারী নেত্রী তিনি।
দেবীদ্বারে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দোয়া মাহফিল ও পৌর ৫নং ওয়ার্ড কার্যালয় উদ্ভোধনী সভার প্রধান অতিথি বিএনপি কুমিল্লা (ঊঃ) জেলার সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী তার বক্তব্যে এসব কথা তুলে ধরেন।
তিনি বলেন, আমাদের দেশনেত্রী হাসলে কোটি কোটি মানুষ হাসে; তার দুঃখে দেশবাসী কাঁদে। এই নেত্রী হচ্ছেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। দেশনেত্রী হিসেবে সর্বাধিক পরিচিত বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিনি জন্মগ্রহণকারী এই মহীয়সী নেত্রী ৮০ বছর পেরিয়ে ৮১-তে পা দেবেন।
কুমিল্লার দেবীদ্বারে শুক্রবার বিকেল ৪টায় দেবীদ্বার পুরাতন বাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মউৎসব পালন উপলক্ষে দোয়া মাহফিল ও পৌর ৫ নং ওয়ার্ড কার্যালয় উদ্ভোধনী সভায় সভাপতিত্ব করেন, পৌর ৫নং ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান লিলুর সভাপতিত্বে,
পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় উদ্ভোধন ও উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি কুমিল্লা (ঊঃ) জেলার সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন ভুলু পাঠান, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. হারুন অর রশিদ মাষ্টার, । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা শাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান, মো. আলী হোসেন মন্টু, মো. আব্দুর রহমান, পৌর ৫নং ওয়ার্ড সাধারন সম্পাদক মাহবুবুর রহমান সরকার, উপজেলা মৎস দলের সভাপতি মো. জসীম উদ্দিন প্রমূখ।
মিলাদ ও দোয়া পড়ান, দেবীদ্বার ফাজিল মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা মো. রায়হান উদ্দিন।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার পৌরসভার ৫নং ওয়ার্ড কার্যালয় উদ্ভোধনী সভায় ফিতা কেটে কার্যালয় উদ্ভোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি কুমিল্লা (ঊঃ) জেলার সাবেক যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মূন্সী। সংবাদ প্রকাশঃ ১৫-০৮-২০২৫ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন